• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তরাখণ্ডে খাদে পুণ্যর্থী বোঝাই বাস, মৃত অন্তত ৮

দেহরাদুন, ১৫ জুন– পুণ্য করতে গিয়ে মৃতু্য মুখে পুণ্যার্থী বোঝাই গোটা বাস৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় বিশাল খাদ থেকে পুণ্যার্থী বোঝাই গাডি় অলকানন্দার জলে পডে় গিয়ে মৃতু্য হল কমপক্ষে ১০ জনের৷ হূষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে একটি টেম্পো ট্রাভেলার গাডি় ২৩-২৬ জন যাত্রী নিয়ে খাদে উল্টে পডে় যায়৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে এই ঘটনায়

দেহরাদুন, ১৫ জুন– পুণ্য করতে গিয়ে মৃতু্য মুখে পুণ্যার্থী বোঝাই গোটা বাস৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় বিশাল খাদ থেকে পুণ্যার্থী বোঝাই গাডি় অলকানন্দার জলে পডে় গিয়ে মৃতু্য হল কমপক্ষে ১০ জনের৷ হূষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে একটি টেম্পো ট্রাভেলার গাডি় ২৩-২৬ জন যাত্রী নিয়ে খাদে উল্টে পডে় যায়৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন৷
দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কয়েকজনের অবস্থা গুরুতর৷ স্থানীয় এসডিআরএফ এবং প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ সংবাদ সংস্থা জানাচ্ছে, দিল্লি-গাজিয়াবাদ থেকে একদল পুণ্যার্থী চোপতা তুঙ্গনাথের দিকে যাচ্ছিলেন৷
অন্য একটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির নয়ডা থেকে ২৬ জন যাত্রী নিয়ে টেম্পো ট্রাভেলারটি আসছিল৷ জখমদের চিকিৎসার জন্য আনতে গুপ্তকাশী থেকে হেলিকপ্টার রুদ্রপ্রয়াগে পৌঁছে গিয়েছে৷ এর মধ্যেই চারজনকে এইমসে নিয়ে আসা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগ শহরের ৫ কিমি আগে বদ্রীনাথ হাইওয়েতে রাইতোলিতে অলকানন্দের জলে পডে় যায় ছোট বাসটি৷