• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, ১৩ জুন– বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উঠে দার্জিলিং এলাকার নিহত মদন তামাং হত্যা মামলা।এই মামলায় বিমল গুরুং-এর নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। এর আগে ওই খুনের মামলায় এর বিমল গুরুং-এর নাম বাদ দেওয়ার আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। এদিন হাইকোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেল।বিমল

বিমল গুরুং (File Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি, ১৩ জুন– বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উঠে দার্জিলিং এলাকার নিহত মদন তামাং হত্যা মামলা।এই মামলায় বিমল গুরুং-এর নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। এর আগে ওই খুনের মামলায় এর বিমল গুরুং-এর নাম বাদ দেওয়ার আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। এদিন হাইকোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেল।বিমল গুরুং-এর নাম বাদ যাওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই এবং মদন তামাং-এর স্ত্রী ভারতী তামাং। দীর্ঘদিন ধরে চলছে এই আইনি লড়াই।

২০১৭ থেকে ২০২৪- সাত বছর ধরে আইনি জটিলতার পর কলকাতা হাইকোর্ট বিমলের নাম অন্তর্ভুক্ত করে চার্জ গঠনের নির্দেশ দিল।এর আগে ২০১৭ সালের অগস্ট মাসে কলকাতার বিশেষ সিবিআই আদালত বিমলের স্ত্রী আশা এবং গোর্খা জনমুক্তি মোর্চার বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিলেও বিমলকে এই মামলা থেকে খালাস করে দেয়। ২০১৩ সালে ভারতী তামাং-(নিহতের স্ত্রী) এর আবেদনে এই মামলার শুনানি দার্জিলিং থেকে কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত ২০১০ সালের ২১ মে খুন হন মদন তামাং। দার্জিলিং-এর ক্লাব সাইট রোডে ওই ঘটনা ঘটে। প্রথমে তদন্তে নামে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।