• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মোদির

গ্রেফতার আবাসন ভাড়া নেওয়া ব্যবসায়ী কুয়েত সিটি, ১৩ জুন-– কুয়েতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারকে আর্থিক অনুদানের ঘোষণাও করল মোদি সরকার৷ পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেবে মোদি সরকার৷ এরই সঙ্গে এই ঘটনায় নয়া মোড় নিল যে আবাসনে আগুন লাগে তার অবস্থা৷ জানা গিয়েছে, এক

গ্রেফতার আবাসন ভাড়া নেওয়া ব্যবসায়ী
কুয়েত সিটি, ১৩ জুন-– কুয়েতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারকে আর্থিক অনুদানের ঘোষণাও করল মোদি সরকার৷ পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেবে মোদি সরকার৷ এরই সঙ্গে এই ঘটনায় নয়া মোড় নিল যে আবাসনে আগুন লাগে তার অবস্থা৷ জানা গিয়েছে, এক মালয়লি ব্যবসায়ীর অধীনস্থ সংস্থা ওই আবাসনটি ভাড়া নিয়েছিল৷ সেখানে খুব কম জায়গার মধ্যে রাখা হত ভারত থেকে কাজ করতে আসা শ্রমিকদের৷ ইতিমধ্যেই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী৷ অন্যদিকে, কুয়েতের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
উল্লেখ্য, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৷ যাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়৷ আহত ৫০-এর উপর৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে মোদির নির্দেশে বৃহস্পতিবার কুয়েতের জন্য রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং৷ আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি দুর্ঘটনাস্থলও ঘুরে দেখবেন তিনি৷
বুধবার স্থানীয় সময় ভোর ছটা নাগাদ দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে একটি ছয়তলা আবাসনে আগুন লাগে৷ বিভিন্ন দেশ থেকে সেদেশে কাজ করতে যাওয়া নির্মাণ শ্রমিকরা ওই আবাসনে থাকতেন৷ একসঙ্গে প্রায় ১৯৫ জন ছিলেন সেখানে৷ তাঁদের মধ্যে তামিলনাড়ু ও কেরলের বহু শ্রমিকও ছিলেন৷ শেষ পাওয়া খবর অনুসারে, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃতু্য হয়েছে৷ যার মধ্যে ৪০ জনের বেশি ভারতীয়৷ আহতের সংখ্যা ৫০-এর উপর৷ তাঁদের বেশিরভাগই কালো ধোঁয়ায় দম আটকে প্রাণ হারিয়েছেন৷ কুয়েতের বিভিন্ন হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে৷ এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ৷ তিনি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে আবাসন মালিকের অত্যন্ত লোভের কারণে৷ অভিযোগের আঙুল উঠেছে মালয়লি ব্যবসায়ী কেজি আব্রাহামের দিকে৷
এই ঘটনায় গতকাল, বুধবার শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কুয়েতের মানগাফ শহরের অগ্নিকাণ্ডে আমরা শোকাহত৷ এই ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে৷ আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ কুয়েতের ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নজর রাখছে৷ বিপর্যস্তদের সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কাজ করা হচ্ছে৷’এর পরই উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন মোদি৷ গোটা পরিস্থিতি নিয়ে ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে তিনি আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে৷
এদিকে, জয়শংকর যোগাযোগ করেছেন কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল ইয়াহিয়ার সঙ্গে৷ মৃত ভারতীয়দের দেহ দ্রুত দেশে পাঠানোর আর্জি জানিয়েছেন জয়শংকর৷ তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ইয়াহিয়া৷ ইতিমধ্যেই কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় ভারতীয় শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ ৯৬৫-৬৫৫০৫২৪৬৷ যে কোনও সহায়তার জন্য এই নম্বরে যোগাযোগ করুন৷’ পাশাপাশি এই ঘটনার তদন্তও শুরু করা হয়েছে৷