• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রেস্তরাঁ কাণ্ডে সোহমকে আগাম জামিন আদালতের

কলকাতা: রেস্তরাঁ কাণ্ডে কিছুটা সস্তিতে অভিনেতা সোহম চক্রবর্তী৷ বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ আদালতে পৌঁছন তিনি৷ যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি৷ সোহমের কথায়, “বিষয়টা বিচারাধীন৷ যা বলার আইনজীবী বলবে৷ আমি কিছু বলব না৷” বেলা ১ টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক৷ বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ কনভয় নিয়ে বারাসত আদালতে যান তৃণমূল বিধায়ক

কলকাতা: রেস্তরাঁ কাণ্ডে কিছুটা সস্তিতে অভিনেতা সোহম চক্রবর্তী৷ বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ আদালতে পৌঁছন তিনি৷ যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি৷ সোহমের কথায়, “বিষয়টা বিচারাধীন৷ যা বলার আইনজীবী বলবে৷ আমি কিছু বলব না৷” বেলা ১ টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক৷
বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ কনভয় নিয়ে বারাসত আদালতে যান তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী৷ প্রথমে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারকা বিধায়ক৷ তার পর আদালত কক্ষের ভিতরে যান৷ সূত্রের খবর, আত্মসমপর্ণ করে আগাম জামিনের আর্জি জানান তিনি৷ বেলা ১ টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক৷ এবিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা৷ সোহমের কথায়, “বিষয়টা বিচারাধীন৷ যা বলার আইনজীবী বলবে৷ আমি কিছু বলব না৷”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে সোহম ও রেস্তরাঁ কাণ্ড৷ শুটিং করতে গাডি় রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে মারধর করার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে৷ জল গডি়য়েছে থানা পর্যন্ত৷ টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তরাঁ মালিক৷ অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কোনও পদক্ষেপ করেনি থানা৷ বুধবার মামলা দায়েরের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক৷ বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দেন৷ আগামিকাল মামলার শুনানি৷