• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বছরে দুইবার ভর্তি প্রক্রিয়া চালু হতে চলেছে

দিল্লি, ১১ জুন– ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া যাবে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওরফে ইউজিসি। প্রতি বছরের জুলাই থেকে আগস্ট এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুইবার এই ভর্তি প্রক্রিয়া চলবে। সম্প্রতি ইউজিসি প্রধান অবধেশ কুমার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বছরে দুবার ভর্তি প্রক্রিয়া

দিল্লি, ১১ জুন– ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া যাবে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওরফে ইউজিসি। প্রতি বছরের জুলাই থেকে আগস্ট এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুইবার এই ভর্তি প্রক্রিয়া চলবে।

সম্প্রতি ইউজিসি প্রধান অবধেশ কুমার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চললে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় নষ্ট হবে না। এজন্য বিশ্ববিদ্যালয়গুলির পুরনো নিয়মের পরিবর্তন করা হবে। তিনি বলেন,‘‘ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার ভর্তি হওয়ার সুযোগ দিলে সুবিধা হবে বহু পড়ুয়ার। যাঁরা বোর্ডের ফলাফল দেরিতে প্রকাশ করে এবং অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণে জুলাই-অগস্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি, তাঁরা সুবিধা পাবেন।’’

সেই সঙ্গে তিনি আরও বলেন,‘‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বিবার্ষিক ভর্তি প্রক্রিয়া চালু করলে তাঁদের প্রশাসনিক বিষয়টিও দেখতে হবে। যা সম্পদ রয়েছে, তার ব্যবহার বৃদ্ধির জন্য পরিকল্পনার প্রয়োজন। যাঁরা ভিন্ন সময়ে ভর্তি হবেন, তাঁদের সাহায্যের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের প্রস্তুতও করতে হবে।’’

প্রসঙ্গত বিশ্বের বিভিন্ন দেশে বছরে দুইবার ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। আমাদের দেশে বছরে একবার ভর্তি প্রক্রিয়ার নিয়ম থাকার জন্য বিভিন্ন কারণে বহু ছাত্র-ছাত্রীর মূল্যবান একটি বছর নষ্ট হয়ে যায়। নতুন এই প্রক্রিয়া চালুর ফলে উপকৃত হবেন ভারতীয় পড়ুয়ারা। পাশাপাশি, আমাদের দেশের বিশ্ববিদ্যায়লয়গুলি আন্তর্জাতিক স্তরে সমান্তরাল পর্যায়ে চলে যাবে। ফলে এক দেশের পড়ুয়া অন্য দেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে সহজে পড়াশোনা করতে পারবেন। এভাবে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে দেশের সংযোগও বৃদ্ধি পাবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক স্তরে সমানতালে পাল্লা দিয়ে চলতে পারবে।

এই ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য বছরে দুই বার করে ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষা চলবে। সেই মতো শ্রেণিকক্ষ, গবেষণাগার ও পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থা রাখতে হবে বলে ইউজিসি-র পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।