• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ঘুম ভাঙানোর দায়িত্বে ১৩৯ নম্বর

দূরে কোথায় যাতায়াতের সময় অনেকেই সঠিক সময়ে ঘুম না ভাঙার চিন্তায় ঘুমোন না৷ এমনকি ঘুমপ্রিয় মানুষদেরও এই সমস্যায় ভুগতে হয় ট্রেনে৷ তবে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেশনে ঘুম না ভাঙার চিন্তা দূর করার দায়িত্ব নিল ভারতীয় রেলই৷ এবার থেকে ট্রেনে আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নেবে ভারতীয় রেলই৷ এর জন্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে৷

দূরে কোথায় যাতায়াতের সময় অনেকেই সঠিক সময়ে ঘুম না ভাঙার চিন্তায় ঘুমোন না৷ এমনকি ঘুমপ্রিয় মানুষদেরও এই সমস্যায় ভুগতে হয় ট্রেনে৷
তবে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেশনে ঘুম না ভাঙার চিন্তা দূর করার দায়িত্ব নিল ভারতীয় রেলই৷ এবার থেকে ট্রেনে আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নেবে ভারতীয় রেলই৷ এর জন্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে৷ ট্রেনে ওঠার আগে ১৩৯ নম্বরে পাঠাতে হবে মেসেজ৷
এবার থেকে ট্রেনে আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নেবে ভারতীয় রেলই৷ এর জন্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে৷ ট্রেনে ওঠার আগে ১৩৯ নম্বরে পাঠাতে হবে মেসেজ৷
এখানে আপনি নিজের পছন্দসই ভাষা বেছে নিয়ে, যে ট্রেনে যাচ্ছেন, তার ১০ সংখ্যার পিএনআর নম্বর লিখতে হবে এবং কোন স্টেশনে নামবেন, তা উল্লেখ করতে হবে৷
যদি ১৩৯ নম্বরে মেসেজ পাঠান৷ তবে রেলের তরফেই আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে৷ স্টেশনে পৌঁছনোর ২০ মিনিট আগেই আপনার ফোনে অ্যালার্ম বাজতে শুরু করবে৷
এরফলে আপনি ট্রেনে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন৷ স্টেশন মিস হওয়ার ভয় থাকবে না৷
এছাড়া আপনার যদি ট্রেনে যাত্রার সময় অন্য কোনও পরিষেবা বা সাহায্যের প্রয়োজন পডে়, তবে আপনি ‘রেল মাদাদ’ ওয়েবসাইটে গিয়েও অভিযোগ বা সাহায্য চাইতে পারেন৷