• facebook
  • twitter
Monday, 25 November, 2024

মোদি ৩.০-তে অর্থমন্ত্রী হচ্ছেন শাহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা!

দিল্লি, ১০ জুন– মোদি সরকারের শপথ গ্রহণ শেষ হলেও এখনও মোদি সরকারের মন্ত্রিত্বসভায় কারা কারা জায়গা পাচ্ছেন তা জানা যায়নি৷ তবে এরই মধ্যে যে পদটি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সেটি হল তৃতীয় মোদি সরকারের অর্থমন্ত্রীর পদ৷ আর এই পদের জন্য যার নাম উঠে আসছে তিনি হলেন গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ৷ দিল্লি দরবারে

দিল্লি, ১০ জুন– মোদি সরকারের শপথ গ্রহণ শেষ হলেও এখনও মোদি সরকারের মন্ত্রিত্বসভায় কারা কারা জায়গা পাচ্ছেন তা জানা যায়নি৷ তবে এরই মধ্যে যে পদটি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সেটি হল তৃতীয় মোদি সরকারের অর্থমন্ত্রীর পদ৷ আর এই পদের জন্য যার নাম উঠে আসছে তিনি হলেন গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ৷ দিল্লি দরবারে গোর গুঞ্জন অর্থমন্ত্রী হিসেবে অমিত শাহের নাম নিয়েই৷ রবিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন মোদি সরকারের ৭২ জন মন্ত্রী৷ কিন্ত্ত মন্ত্রক বণ্টন এখনও হয়নি৷ তবে এর মধ্যেই শোনা যাচ্ছে শাহর হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রক চলে যাচ্ছে৷ আসছে অর্থ মন্ত্রক৷
২০১৯ সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন অমিত শাহ৷ কিন্ত্ত এবার নাকি আর স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর হাতে রাখতে চান না মোদি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের তেমনই দাবি৷ শোনা যাচ্ছে, এবার বেশ গুরুত্বপূর্ণ পদের প্রধানদের নামের হেরফের করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ এই যেমন প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথের হাত থেকে যেতে পারে নির্মলা সীতারমণের হাতে আবার শাহ পেতে পারেন অর্থ৷ জল্পনা সেরকমই৷ সেক্ষেত্রে আরব শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক পেতে পারেন মোদি ২.০-তে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলাতে থাকে রাজনাথ সিংকে৷
‘গুজরাট স্ট্রংম্যান’ অমিত শাহ গত শতকের নয়ের দশক থেকে মোদির অত্যন্ত ঘনিষ্ঠ৷ সেই সময় দুজনই ছিলেন দলীয় কর্মী৷ এবারের নির্বাচনে গান্ধিনগর থেকে শাহ বিপুল ভোটে জিতেছেন৷ ৭.৪ লক্ষ ভোটে জিতে নজির গড়তে দেখা গিয়েছে তাঁকে৷ যেখানে প্রধানমন্ত্রী জিতেছেন মাত্র দেড় লক্ষ ভোটে৷ এবার দীর্ঘদিনের সতীর্থের হাতে অর্থমন্ত্রক তুলে দেবেন মোদি, তেমনই গুঞ্জন দিল্লির দরবারে৷ তবে মোদি ক্যাবিনেট বৈঠক শেষ হওয়ার পরই মন্ত্রক বণ্টনের বিষয়ে পরিষ্কার জানা যাবে, এমনটাই মনে করা হচ্ছে৷
উল্লেখ্য, রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি৷ তাঁর সঙ্গে শপথ নেন আরও ৭১ জন৷ তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী৷ ৩৬ জন প্রতিমন্ত্রী৷ বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত৷ মনে করা হচ্ছে, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তাই মোদিরা এনডিএর শরিক দলগুলোর দিকে বিশেষ নজর রেখেছে৷ আর সেই কারণেই সব মিলিয়ে ভারী হয়েছে মন্ত্রিসভা৷