• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বৃষ্টিতে বিপত্তি, সিকিমে ধস নেমে তিনজনের মৃতু্য

গ্যাংটক, ১০ জুন– বৃষ্টি শুরু হতেই বিপর্যয় সিকিমে৷ ঘুমের মধ্যেই ধসে চাপা পডে় মৃতু্য হল তিনজনের৷ সোমবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তিতে৷ এ মাসের গোড়া থেকেই বৃষ্টি শুরু হয় সিকিমে৷ তারই জেরে ধস নামে৷ মাজুয়া গ্রামের বাসিন্দারা জানান, রাতভর বৃষ্টি চলেছে৷ ভোররাতে আচমকাই পাহাডে়র উপর থেকে বড় বড় পাথর নেমে আসতে

গ্যাংটক, ১০ জুন– বৃষ্টি শুরু হতেই বিপর্যয় সিকিমে৷ ঘুমের মধ্যেই ধসে চাপা পডে় মৃতু্য হল তিনজনের৷ সোমবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তিতে৷ এ মাসের গোড়া থেকেই বৃষ্টি শুরু হয় সিকিমে৷ তারই জেরে ধস নামে৷ মাজুয়া গ্রামের বাসিন্দারা জানান, রাতভর বৃষ্টি চলেছে৷ ভোররাতে আচমকাই পাহাডে়র উপর থেকে বড় বড় পাথর নেমে আসতে থাকে৷ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের৷ কিন্ত্ত ঘর থেকে বাইরে আসার সাহস করেননি কেউ৷ পাথরের আঘাতে ভেঙে পডে় বেশ কয়েকটি বাডি়৷ ভগ্নস্তূপের নীচে চাপা পডে় যান অনেকেই৷ ঘটনাস্থলেই তাঁদের মধ্যে দুজনের মৃতু্য হয়৷ স্থানীয় মানুষ ও প্রশাসনিক কর্মীরা উদ্ধার কাজে হাত লাগান৷ স্থানীয় নামচি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম একজনকে৷ আরও এক গ্রামবাসীর খোঁজ মিলছিল না বলে জানা গেছে৷ পরে আরও একজনের মৃতু্যর খবর মেলে৷
বৃষ্টির জেরে নামা ধসে গ্রামের ৮টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন৷