অটোয়া, ৮ জুন– সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অভিনব ফল করেছে বিরোধীরা৷ সমানে সমানে টক্কর দিয়েছে মোদি সরকারকে৷ যদিও তৃতীয়বারের জন্য সরকার গঠন এবং নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া আটকে নেই৷ বিরোধীদের সঙ্গে ব্যবধান কমে এলেও আবার সরকার গড়ছে এনডিএ৷ এবার জানা গেল নরেন্দ্র মোদিদের এই জয়ে নাকি বিশ্বমহলে উচ্ছ্বসিত শিল্পপতিরা৷ এমনই এক শিল্পপতি ইলন মাস্ক মোদির জয়ের পর বার্তা দিলেন ভারতে বিনিয়োগের৷ তিনি জানান, ভারতে বিনিয়োগের জন্য তিনি মুখিয়ে৷ তাঁকে ধন্যবাদ জানিয়ে দেশের যুবশক্তির কথাও তুলে ধরেছেন নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, এই বছর শেষের দিকে ভারত সফরে আসবেন ইলন মাস্ক৷ নিশ্চিতভাবে সেই সময় মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে৷
রবিবার তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে মোদির শপথের আগেই এলন মাস্কের মতো ব্যক্তিত্বের থেকে এমন বার্তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক মহলকে অনেক বেশি চাঙ্গা করবে৷ এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে আবার নির্বাচনে জয়ী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা৷ আগামী দিনে আমার কোম্পানি ভারতে কাজ করতে মুখিয়ে আছে৷’ তিনি যে দেশে বিনিয়োগ করতে আগ্রহী তাও স্পষ্টভাবে বুঝিয়েছেন৷
মাস্ককে ধন্যবাদ জানিয়ে তাঁর বার্তার প্রেক্ষিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত৷ দক্ষ যুবশক্তি, সরকারের নীতি আর স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ সমস্ত উদ্যোগপতিদের দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ দিতে তৈরি৷’ প্রসঙ্গত, গত বছর জুন মাসে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ইলন মাস্কের৷ তখন তিনি নিজেই জানিয়েছিলেন টেসলা, স্টারলিঙ্ক ভারতে ব্যবসা শুরু করতে চায়৷
চলতি বছরই এপ্রিল মাসে ইলনের ভারতে আসার কথা ছিল৷ কিন্ত্ত সেই সময় টেসলা নিয়ে কিছু বিতর্ক থাকায় তিনি আসেননি৷