চেন্নাই– চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন দীর্ঘ সাত বছর৷ এবার কি সেই হলুদ জার্সিতে আবারও ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন? সেই জল্পনা উসকে গেল তারকা ক্রিকেটারের বক্তব্যে৷ উল্লেখ্য, ২০২৫ সালেই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম৷ ফলে ক্রিকেটার হিসাবে আবারও হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে অশ্বিনকে, সেই জল্পনাও প্রবল৷
ঠিক কী দায়িত্ব নিচ্ছেন তারকা অফস্পিনার? জানা গিয়েছে, সদ্যই ইন্ডিয়া সিমেন্টস সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি৷ অশ্বিন জানান, “ক্রিকেটকে আরও সমৃদ্ধ করা এবং ক্রিকেটারদের উন্নতি করাই আমার মূল লক্ষ্য৷ যেখান থেকে আমার ক্রিকেট জীবন শুরু হয়েছিল আবারও সেখানে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে৷” অন্যদিকে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানান, তামিলনাড়ুর অন্যতম সেরা ক্রিকেটার অশ্বিনকে পেয়ে খুবই উৎসাহিত তাঁরা৷
তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি কেরিয়ারের সায়াহ্নে এসে আবার পুরনো দলে ফিরে যাবেন অশ্বিন? যেহেতু সিএসকের অন্যতম মালিক ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে তিনি গাঁটছড়া বেঁধেছেন, তাহলে কি ক্রিকেটার হিসাবেও নামবেন দলের জার্সি গায়ে? উল্লেখ্য, আপাতত রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন অশ্বিন৷ আগামী আইপিএলে নিলামের আগে তাঁকে রাজস্থান ছেড়ে দিতে পারে বলেই খবর৷
তাহলে অশ্বিনের সামনে চেন্নাইয়ে খেলার রাস্তা আরও প্রশস্ত হয়ে গেল৷ কারণ ২০২৫ সালের আইপিএলের আগে মেগা অকশন রয়েছে৷ তার আগে প্রত্যেকটি দল কতজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারে সেই নিয়ে এখনও সংশয় রয়েছে৷ তবে রাজস্থান ছেড়ে দিলে চেন্নাই আবার অশ্বিনকে কিনতেই পারে৷ তাহলে কি হলুদ জার্সিতে খেলেই আইপিএলকে বিদায় জানাবেন তারকা?