• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রোহিতের অনুরোধ রাখলেন না রাহুল দ্রাবিড়

নিউইয়র্ক– আর মাত্র কয়েকটা দিন, তার পর বদলে যাবে টিম ইন্ডিয়ার হেড কোচ৷ এতদিন শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর রোহিত-বিরাটদের কোচ থাকছেন না৷ এ বার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরুর আগে রাহুল দ্রাবিড় নিজেই জানালেন, তিনি আর ভারতের হেড কোচের দায়িত্বে থাকবেন না৷ টি-২০ বিশ্বকাপেই শেষ বার ভারতীয় টিমকে কোচিং করাচ্ছেন তিনি৷ দ্রাবিডে়র

নিউইয়র্ক– আর মাত্র কয়েকটা দিন, তার পর বদলে যাবে টিম ইন্ডিয়ার হেড কোচ৷ এতদিন শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর রোহিত-বিরাটদের কোচ থাকছেন না৷ এ বার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরুর আগে রাহুল দ্রাবিড় নিজেই জানালেন, তিনি আর ভারতের হেড কোচের দায়িত্বে থাকবেন না৷ টি-২০ বিশ্বকাপেই শেষ বার ভারতীয় টিমকে কোচিং করাচ্ছেন তিনি৷ দ্রাবিডে়র এ কথা বলার একদিন পরই ভারত অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়ে নিজের মনের অবস্থা জানিয়েছেন৷ দ্রাবিড় ভারতের কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, এই পরিস্থিতিতে আবেগী হয়ে পডে়ছেন হিটম্যান৷

রাহুল দ্রাবিড়কে ফেয়ারওয়েল দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি তাঁকে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলাম৷ তবে তাঁর নিজেরও অনেক বিষয় রয়েছে যেগুলোর খেয়াল রাখতে হবে৷ তবে এটা অবশ্যই বলব যে ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে সময়টা আমি বেশ উপভোগ করেছি৷ আমি নিশ্চিত যে, বাকিরাও একই কথা বলবে৷ তাঁর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে৷ আমি এর বেশি কিছু বলতে চাই না৷’

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রোহিত ফিরে গিয়েছিলেন অতীতে৷