• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো

মেস্কিকো, ৪ জুন– মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম৷ প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট পেল উত্তর আমেরিকার এই দেশটি৷ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লডিয়া৷ ভোটের ফলাফলে দেখা গিয়েছে, নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেনবাউম৷ নির্বাচনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে ৩০

মেস্কিকো, ৪ জুন– মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম৷ প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট পেল উত্তর আমেরিকার এই দেশটি৷ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লডিয়া৷ ভোটের ফলাফলে দেখা গিয়েছে, নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেনবাউম৷ নির্বাচনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন৷ সমর্থকদের প্রত্যাশা প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের যোগ্য উত্তরসূরি পেল মেক্সিকো৷ ক্লডিয়া শেনবাউম পেশাগতভাবে একজন বিজ্ঞানী, যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে ভোটারদের উদ্দেশে ক্লডিয়া বলেন, ‘আমি আপনাদের হতাশ করব না৷ আপনাদের প্রত্যাশাকে অসম্পূর্ণ রাখব না৷’ দেশটির প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন৷