জয়পুর, ৪ জুন– ফের একবার সরকার গঠন করতে চলেছে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার৷ কিন্তু তাঁর এই জয়ের রাস্তাটা এবার এতটাই কঠিন হয়েছে যে ভবিষ্যতে তাঁকে গোটা দেশের বিজেপির সংগঠন নিয়ে ফের চিন্তায় ফেলে দিয়েছে৷ যে বেশ কয়েকটি রাজ্যে বিজেপিকে রীতিমত হিমশিম খেয়ে জিত হাসিল করতে হয়েছে আবার বেশ কিছু রাজ্যে তো মুখ থুবড়ে পড়েছে বিজেপি৷ ২৫ সিটের রাজস্থানের বিজেপি পেয়েছে ১৪টি৷ ৮টি আসনে বিজয়ী কংগ্রেস৷ ১০ বছর পর কংগ্রেস এখানে কাঁটায়-কাঁটায় টক্কর দিয়েছে৷ মোদির মন্ত্রী কৈলাশ চৌধুরীকে বাড়মেড় থেকে বিজয়ী হয়েছেন৷
‘বিরোধী দলগুলি নির্বাচনের সময় অপ্রাসঙ্গিক বিষয় তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে৷ তবে এনডিএ সকলের সমর্থন, ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছে তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ৷’ জয়ের কাছাকাছি পেঁৗছানোর পর এমনটাই বললেন রাজস্থান বিজেপির প্রধান সি.পি. জোশী এদিন বলেন, এনডিএ লোকসভা নির্বাচনে জয়ের কাছাকাছি পৌঁছেছে৷ ২০২৯ সালের সাধারণ নির্বাচনে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৫ টি আসনের সবকটি জিতেছিল৷
অন্যদিকে, রাজস্থানের গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুঁঝনু, সিকর, জয়পুর, গ্রামীণ জয়পুর, অলবর, ভরতপুর, করৌলি-ধোলাপুা, নাগোর, যোধপুর, উদয়পুর সহ সমস্ত কেন্দ্রেই বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে৷ রাজস্থানে দু’দফায় ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল ভোট গ্রহন হয়৷ ২৫ সিটে মোট ৬২.১০ শতাংশ ভোট পড়ে৷ যা রাজ্যের মোট ভোটদাতাদের তুলনায় বেশ কম৷
তবে যদি এক্সিট পোলের অনুমান ধরা হয় তবে রাজস্থান নিয়ে আগেই বিজেপির জয়ের কথা বলা হয়েছিল৷ বলা হয়েছিল বিজেপি ২০১৯ এর মতো এখানে ২৫-০এর ম্যাজিক ফিগার ধরে রাখতে না পারলেও জিত হাসিল করবে৷