• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গেরুয়া মুখমিষ্টিতে কেজি কেজি জয়ের লাড্ডু

৪ জুন– মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা৷ ভোট গণনা যত এগিয়েছে ‘আর্লি ট্রেন্ড’ বলছে, এগিয়ে রয়েছে এনডিএ৷ খুব একটা পিছিয়ে নেই ইন্ডিয়া জোট৷ টক্কর চলছে সমানে সমানে৷ তবে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে দেশে ফের একবার গেরুয়া ঝড় উঠবে৷ তাই দেশের নানা প্রান্তে তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু, হরেক

৪ জুন– মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা৷ ভোট গণনা যত এগিয়েছে ‘আর্লি ট্রেন্ড’ বলছে, এগিয়ে রয়েছে এনডিএ৷ খুব একটা পিছিয়ে নেই ইন্ডিয়া জোট৷ টক্কর চলছে সমানে সমানে৷ তবে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে দেশে ফের একবার গেরুয়া ঝড় উঠবে৷ তাই দেশের নানা প্রান্তে তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু, হরেক রকমের মিষ্টি৷ কোথাও আবার গরম গরম কচুরি৷ গতকাল থেকেই বিভিন্ন রাজ্যের মিষ্টির দোকানে তোড়জোড় শুরু হয়েছে৷

তৈরি হচ্ছে কেজি কেজি লাড্ডু৷ যেমন, রাজস্থানের একটি মিষ্টির দোকানকে সোমবার এগারোশো কেজি লাড্ডুর বরাত দেওয়া হয়েছে৷ অন্যদিকে, ভোটগণনা শেষে জয় উদযাপন করার জন্য ২০১ কেজি লাড্ডু বিলি করার প্রস্তুতি নিচ্ছেন ছত্তিশগড়ের রায়পুরের বিজেপি কর্মীরা৷ যার মধ্যে রয়েছে বেসন, বুন্দি, চকোলেট, নারকেল-সহ এগারো রকমের লাড্ডু৷ মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তাঁরা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাবেন৷ এদিকে, ভোটগণনা শুরু হতেই বিজেপির বিভিন্ন সদর দপ্তরে ভাজা হচ্ছে গরম গরম কচুরি৷ সঙ্গে রয়েছে মিষ্টি৷

এদিকে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে৷ গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে৷ বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক৷ ২ শতাংশ কমেছে নিফটিও৷ ভোটগণনার শুরুতে এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট৷ সেই ইঙ্গিত মিলতেই ধস শেয়ার বাজারে৷