• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কর্ণাটকে এনডিএকে ডোবাল প্রজ্বল

বেঙ্গালুরু, ৪ জুন– যৌন হেনস্থায় অপরাধে অভিযুক্ত, সাসপেন্ড হওয়া জেডি(এস) নেতা প্রজ্বল রেভান্নাকে গ্রহণ করল না ভোটাররা৷ কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্র, দেবগৌড়া পরিবার তথা জেডি(এস)-এর দূর্গ বলে মনে করা হয়৷ সেই হাসান কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী শ্রেয়স প্যাটেলের বিরুদ্ধে ৪৩,৫৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হলেন রেভান্না৷ ২০১৯-এ এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন প্রজ্বল৷ কর্নাটকের ভোটের

বেঙ্গালুরু, ৪ জুন– যৌন হেনস্থায় অপরাধে অভিযুক্ত, সাসপেন্ড হওয়া জেডি(এস) নেতা প্রজ্বল রেভান্নাকে গ্রহণ করল না ভোটাররা৷ কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্র, দেবগৌড়া পরিবার তথা জেডি(এস)-এর দূর্গ বলে মনে করা হয়৷ সেই হাসান কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী শ্রেয়স প্যাটেলের বিরুদ্ধে ৪৩,৫৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হলেন রেভান্না৷ ২০১৯-এ এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন প্রজ্বল৷ কর্নাটকের ভোটের ঠিক আগে, প্রজ্বল রেভান্নার কুকীর্তির ভিডিয়োগুলি ফাঁস হয়েছিল৷ ভোটের পরই জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন প্রজ্বল রেভান্না৷ ৩১ মে তিনি দেশে ফিরে আসেন৷ বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল৷

এদিন গণনার শুরুতে অবশ্য এগিয়ে ছিলেন প্রজ্বল রেভান্না৷ প্রথম পাঁচ রাউন্ডের গণনায় বরাবর তিনি প্রথমেই ছিলেন৷ কিন্ত্ত, শেষের কয়েক রাউন্ডে তাঁকে ছাডি়য়ে যান শ্রেয়স প্যাটেল৷ শেষ পর্যন্ত শ্রেয়স পেয়েছেন ৬ লক্ষ ৭২ হাজার ভোট৷ আর প্রজ্বল পেয়েছেন ৬ লক্ষ ৩০ হাজার ভোট৷ তাঁর এই পরাজয় জেডিএস তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জন্য এক বড় ধাক্কা৷ এই হাসান লোকসভা কেন্দ্র থেকেই পাঁচবার সাংসদ হয়েছিলেন এইচডি দেবগৌড়া৷ মজার বিষয়, ১৯৯৯ সালে এই কেন্দ্রে দেবগৌড়াকে হারিয়েছিলেন পুট্টস্বামী গৌড়া৷ পুট্টস্বামী গৌড়া সম্পর্কে শ্রেয়স প্যাটেলের ঠাকুর্দা৷ ঠাকুর্দাদের সেই লড়াইয়েরই যেন রিপিট টেলিকাস্ট দেখা গেল নাতিদের ক্ষেত্রে৷

প্রজ্বল রেভান্না পরাজিত হলেও, মান্ড্য কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তাঁর কাকা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ এছাড়া কোলার আসন থেকে জয়ী হয়েছেন জেডিএস প্রার্থী এম মল্লেশ বাবু৷ রাজ্যে সার্বিকভাবে ভাল ফল করেছে এনডিএ৷ বিজেপি জিতেছে ১৭টি আসনে৷ আর জেডিএস ২টি আসনে৷ ২০২৩-এ রাজ্যের ক্ষমতায় আসা কংগ্রেস পেয়েছে ৯টি আসন৷ ২০১৯ সালে জেডি(এস) ছিল কংগ্রেসের জোট সঙ্গী৷ রাজ্যের ২৭ আসনের মধ্যে ২৫টিতেই জিতেছিল বিজেপি৷ ১টি করে আসনে জয়ী হয়েছিল জেডি(এস) এবং কংগ্রেস৷