• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

হিরনকে হারিয়ে হ্যাটট্রিক দেবের

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন— ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী, ওরফে দেব৷ তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় কে ১ লক্ষ ৭১ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত টি বিধানসভার

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন— ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী, ওরফে দেব৷ তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় কে ১ লক্ষ ৭১ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত টি বিধানসভার মধ্যে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, পিংলা ও সবং থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী লিড গেয়েছেন৷ কেবলমাত্র পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে সামান্য দুই হাজার ভোটের ব্যবধানে তিনি বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে ছিলেন৷ সোমবার থেকেই ঘাটালে ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, সবং এর প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলুই, তৃণমূল যুব কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷ তারা কাউন্টিং এজেন্টদের সাথে বিস্তারিত আলোচনা করেন৷ মঙ্গলবার সকালে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাউন্টিং হলে প্রবেশ করে৷ পোস্টাল ব্যালট গণনার পর ইভিএম মেশিন এনে ভোট গণনার কাজ শুরু করা হয়, ভোট গণনার শেষে দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় কে প্রায় ১ লক্ষ ৭১ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন৷ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে সবুজ আবির মেখে জয়ের আনন্দ ভাগ করে নেন৷ এরপর তিনি ঘাটালের বিশালাক্ষী মন্দিরে গিয়ে পুজো দেন৷ দেব বলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন তাই তৃতীয়বারের জন্য আমি সাংসদ নির্বাচিত হয়েছি৷