ভুবনেশ্বর, ৪ জুন – দীর্ঘদিনের নবীন দুর্গে ঝড়। বিজেডির দুর্গে বড় ধাক্কা বিজেপির। প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের ভোট গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী বিজেপিই এই রাজ্যে সরকার গড়তে চলেছে। একই ছবি লোকসভা আসনগুলিতেও। ওডিশার ২১টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯টি আসনে, , অন্যদিকে বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ১ টি আসনে। কংগ্রেস এগিয়ে ১ টি আসনে।
ওড়িশায় ভোট প্রচারের মধ্যেই জগন্নাথদেবকে নিয়ে বিজেপি প্রার্থী সম্বিত মহাপাত্রের মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড় হয়। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির ভোটব্যাঙ্ক নিয়ে নানান কৌতুহলও তৈরি হয়। তবে ৪ জুন সকাল থেকে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেডিকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। দুপুরের মধ্যে ছুঁয়ে ফেলে ৭৪-এর ম্যাজিক ফিগার।
লোকসভা ভোটে ওড়িশা থেকে বড় সাফল্যের দিকে এগিয়েছে বিজেপি শিবির। এখনও পর্যন্ত ভোটগণনার যা ট্রেন্ড, তাতে নিজেদের গড়েই কার্যত নাকানি চোবানি খাচ্ছে নবীন পট্টনায়েকের দল। ওড়িশায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে। বিজেপি জিতেছে ২ টি আসনে, এগিয়ে রয়েছে ১৭ টিতে। বিজেডি এগিয়ে ১ টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।