• facebook
  • twitter
Saturday, 19 October, 2024

আজ সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হচ্ছে বাংলার দুটি বুথে

নিজস্ব প্রতিনিধি— আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ৷ বাংলা-সহ গোটা দেশজুডে় নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা৷ গডে় মোট ১৭ রাউন্ড গণনা হবে৷ তবে সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে দিনহাটার ৩১৮ নম্বর এবং শীতলকুচির ৩১০ নম্বর বুথ৷ সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে৷ বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৮০ হাজার

নিজস্ব প্রতিনিধি— আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ৷ বাংলা-সহ গোটা দেশজুডে় নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা৷ গডে় মোট ১৭ রাউন্ড গণনা হবে৷ তবে সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে দিনহাটার ৩১৮ নম্বর এবং শীতলকুচির ৩১০ নম্বর বুথ৷ সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে৷ বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৮০ হাজার ৫৩০টি৷ ৩৯৪টি স্ট্রংরুমে রাখা রয়েছে ইভিএম৷ ভোটগণনা কেন্দ্র ৫৫টি৷ কাউন্টিং হলের সংখ্যা ৪১৮৷ পোস্টাল ব্যালট ও ইটিবিপি গণনা হবে ৮৬টি কাউন্টিং হলে৷ মোট ৪ হাজার ৯৪৪ টি কাউন্টিং টেবিলে হবে গণনা৷ ওই টেবিলগুলিতে একজন করে সুপারভাইজার, কাউন্টিং ও মাইক্রো অবজার্ভার থাকবেন৷ ভোটগণনা দেখভালের দায়িত্বে মোট ৪১৮ জন৷ মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজারেরও বেশি গণনা কর্মী থাকবেন৷ গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা৷ গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে৷ প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ৷ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ থাকবে ২৫২৫ জন রাজ্য পুলিশ৷ গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন৷ অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন গণনা পর্যবেক্ষক থাকবেন৷ গণনা কেন্দ্রে শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ব্যবহার করতে পারবেন৷ গণনা কেন্দ্রের মধ্যে কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না৷ গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কোন কিছু নিয়েই প্রবেশ করা যাবে না৷ যদি মোবাইল কারোর কাছে পাওয়া যায় তাহলে কেন্দ্রীয়বাহিনী তা বাজেয়াপ্ত করবে৷ নিয়ম অনুযায়ী, তাঁর জেল অথবা জরিমানা হতে পারে৷ এছাড়া গণনা কেন্দ্র-সহ তার চারপাশে থাকবে সিসিটিভি নজরদারি৷ গণনা কেন্দ্রের ভিতর ওয়েব কাস্টিং হবে না৷ থাকবে সিসিটিভি৷ পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই নির্দিষ্ট ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার৷ সমস্ত গণনা কর্মীর নির্দিষ্ট সরকারি পরিচয়পত্র থাকতে হবে৷ একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন৷ এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না৷ গণনা কেন্দ্র থেকে একবার বাইরে বেরিয়ে গেলে আর ফের ভিতরে ঢোকা যাবে না৷ শুধুমাত্র অবজার্ভার ও রিটার্নিং অফিসারারা এই নিয়মের বাইরে রয়েছেন৷