• facebook
  • twitter
Friday, 20 September, 2024

কেন্দ্রে এগিয়ে মোদী, বাংলায় এগিয়ে মমতা

এনডিএ: ২৯৩, ইন্ডিয়া: ২৩২, অন্যান্য ১৮ বিজেপি: ২৪১ , কংগ্রেস: ৯৯ তৃণমূল: ২৯, বিজেপি: ১২, কংগ্রেস ১ দেশজুড়ে ফের গেরুয়া শিবিরের জয়ের আভাস মিললেও মোদির ‘ইস বার ৪০০ পার’ স্লোগান সফল হচ্ছে না। এমনই আভাস মিলেছে বিকেল সাড়ে তিনটে অবধি গণনার ফলাফল থেকে। জানা যাচ্ছে, এনডিএ ২৯৩-র কাছাকাছি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে

এনডিএ: ২৯৩, ইন্ডিয়া: ২৩২, অন্যান্য ১৮

বিজেপি: ২৪১ , কংগ্রেস: ৯৯

তৃণমূল: ২৯, বিজেপি: ১২, কংগ্রেস ১

দেশজুড়ে ফের গেরুয়া শিবিরের জয়ের আভাস মিললেও মোদির ‘ইস বার ৪০০ পার’ স্লোগান সফল হচ্ছে না। এমনই আভাস মিলেছে বিকেল সাড়ে তিনটে অবধি গণনার ফলাফল থেকে।

জানা যাচ্ছে, এনডিএ ২৯৩-র কাছাকাছি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে প্রায় ২৩২ টি আসনে। এছাড়া অন্যান্যরা ১৮ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এককভাবে ৯৯টি আসনে এগিয়ে। অন্যদিকে বিজেপি এগিয়ে প্রায় ২৪১টি আসনে।

রাজ্যে তৃণমূলের জয়জয়কার। লক্ষ্মীর ভাণ্ডারে সন্তুষ্ট হয়ে ঢেলে ভোট দিয়েছেন রাজ্যের মহিলা ভোটাররা। এমনই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।  ফলে এই মুহূর্তে তৃণমূল ২৯টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে মোটে টি আসনে।