• facebook
  • twitter
Saturday, 19 October, 2024

ভোটগণনায় কোনও ত্রুটি হবে না জানিয়েও হিংসা ঠেকানোর দায় রাজ্যের ওপরই ছাড়লেন রাজীব কুমার

দিল্লি, ৩ জুন– সবে অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবার প্রার্থীদের ভাগ্যপরীক্ষার পালা৷ মঙ্গলবার ফল ঘোষণা কিন্তু তার আগেই থেকেই রাজনৈতিক দলগুলির অভিযোগ শুধু ভোটে কারচুপি নয় ভোটগণনাতেও হতে পারে কারচুপি৷ তারসঙ্গে নানা জায়গায় ঘটতে পারে অশান্তির ঘটনা৷ যদিও রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের দাবি, ভোটগণনায় কোনও ত্রুটি হবে না’৷ উল্লেখ্য,

দিল্লি, ৩ জুন– সবে অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবার প্রার্থীদের ভাগ্যপরীক্ষার পালা৷ মঙ্গলবার ফল ঘোষণা কিন্তু তার আগেই থেকেই রাজনৈতিক দলগুলির অভিযোগ শুধু ভোটে কারচুপি নয় ভোটগণনাতেও হতে পারে কারচুপি৷ তারসঙ্গে নানা জায়গায় ঘটতে পারে অশান্তির ঘটনা৷ যদিও রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের দাবি, ভোটগণনায় কোনও ত্রুটি হবে না’৷
উল্লেখ্য, মঙ্গলবার প্রথমেই শুরু হবে পোস্টাল ব্যালট গণনা৷ তার আধঘণ্টা পর থেকে শুরু হবে ইভিএম-এর গণনার কাজ৷
ভোট শুরু থেকে শেষ অর্থাৎ গণনাকেন্দ্রে কমিশনের দায়িত্বের প্রশ্নে শায়েরি করেও রাজীব বলেন, ফুলের সৌন্দর্য সবাই মনে রাখে, প্রশংসা করে৷ কিন্ত্ত মালির খোঁজ কে রাখে?
লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের দিন সোমবার এক সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার সাফ জানিয়ে দিলেন, গণনার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা যাতে না ঘটে সেই কারণে আদর্শ আচরণ বিধি উঠে গেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যগুলিতে৷ তারপরও ঠারেঠোরে হিংসা ঠেকানোর দায় রাজ্যের ঘাডে়ই চাপিয়েছে নির্বাচন কমিশন৷
এদিন রাজীব কুমার বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, ভোট ও ফল পরবর্তী হিংসা দেখতে পাব না৷ তিনি সকলকে আত্মবিশ্বাস দিয়ে বলেন, আমরা বলিষ্ঠ পদক্ষেপ করেছি গণনা প্রক্রিয়া নিয়ে৷ আপনারা জানেন গণনার সময় ও গণনা কেন্দ্রে কয়েক লক্ষ লোক উপস্থিত থাকবেন৷ যদিও তা রাজ্য সরকারের অধীনে থাকবে ৷ কারণ আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা হতে দেবে না৷’ পাশাপাশি গণনার বিষয়ে বলতে গিয়ে রাজীব কুমার বলেন, ‘গণনায় কোনও ভুল হতেই পারে না৷ ১৭-১৮ লক্ষ লোক এই গণনার সঙ্গে যুক্ত৷ সিস্টেমে কোনও সমস্যা নেই৷ কোনও অসুবিধা হবে না৷ ত্রিস্তরীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা থাকছে গণনা কেন্দ্রে৷ সিসিটিভি নজরদারিও থাকছে ৷ গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে৷’ তাও আমাদের প্রক্রিয়া অত্যন্ত বলিষ্ঠ এই আশ্বাস দিতে পারি সকলকে৷
এছাড়াও রিটার্নিং অফিসারের টেবিলে কাউন্টিং এজেন্ট থাকবে না বলে যে খবর ছডি়য়েছিল তা এদিন সম্পূর্ণ উডি়য়ে দিয়েছেন রাজীব কুমার৷ তাঁর মতে এটা একেবারেই ভুয়ো খবর ৷
এদিন পশ্চিমবঙ্গের ভোট পরবর্তি হিংসা নিয়েও মুখ খুলেছেন রাজীব কুমার৷ তিনি বলেন, ‘একাধিক বিষয়ের উপর নজর রেখেছি আমরা৷ ভোটের সাত দফায় কোনও বড় হিংসার ঘটনা ঘটেনি৷ মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গেও বড় কোনও ঘটনা ঘটেনি৷ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল৷ কোনও সহজ কাজ ছিল না৷ বড় কোনও হিংসার ঘটনা ঘটলে সংবাদ মাধ্যম তা দেখাতে ছাড়ত না৷’
রাজীব কুমার আরও বলেন, এবার ৩১ কোটির বেশি মহিলা ভোট দিয়েছেন৷ মোট ৬৪ কোটি ভোট পডে়ছে৷ মজা করে তিনি বলেন, লাপতা ভদ্রলোকরা এবার বুথমুখী হয়েছেন৷ সামগ্রিকভাবে ভোটের ফল ঘোষণার আগের তিন নির্বাচন কমিশনার পাশাপাশি বসে জানিয়ে দিলেন সার্থকভাবে এই ভোটপর্ব মিটেছে৷ গুজরাতের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয় নিয়ে এক প্রশ্নের জবাবে রাজীব কুমার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে কোনও জবরদস্তি করা হলে আমরা ব্যবস্থা নিতে পারি৷ কিন্ত্ত, স্বেচ্ছায় কেউ মনোনয়ন প্রত্যাহার করলে কিছু করার নেই৷
পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ শুধু বাংলাই নয়, অন্ধ্রপ্রদেশ, মণিপুর, জম্মু-কাশ্মীরেও আমরা কঠোর হাতে ফল পরবর্তী হিংসার রুখতে সক্ষম হব বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার৷ তিনি আরও বলেন, ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের উপর যে আরোপ করা হয়েছে, তার সারবত্তা নেই৷