• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জেলাশাসক, বিডিও ও অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, অভিযোগ করলেন বিজেপি প্রার্থী হিরণ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২ জুন— ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার থেকে ভোটের দিন পর্যন্ত খবরের শিরোনামে রয়েছে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়৷ প্রতিনিয়ত দেবকে আক্রমন ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, কখনো থানায় গিয়ে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২ জুন— ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার থেকে ভোটের দিন পর্যন্ত খবরের শিরোনামে রয়েছে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়৷ প্রতিনিয়ত দেবকে আক্রমন ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, কখনো থানায় গিয়ে পুলিশ কে দেখে নেওয়ার তিনি হুমকি দিয়েছেন৷ এবার নির্বাচন করবো মিটে যাওয়ার পর ভোট গণনার আগেই বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিডিও সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে তাকে হারানোর জন্য বৈঠক করেছেন৷ সেই সঙ্গে তিনি বলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাউন্টিং হলের সামনে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুতাইত এর ছবি দেখা গিয়েছে৷ এর থেকে প্রমাণ হয় ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে হারানোর জন্য এবং দেব কে জেতানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সবকিছুই ব্যবস্থা করা হয়েছে৷ তাই তিনি দলের কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন৷ সেই সঙ্গে কাউন্টিং হলের ভেতরে যাতে আইপ্যাক এর কেউ প্রবেশ করতে না পারে সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন৷ এছাড়াও তিনি বলেন মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তাই ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করবেন৷ প্রশাসন হাজার চেষ্টা করলেও তাকে হারাতে পারবে না৷ তবে বিজেপি প্রার্থীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে হেরে যাওয়ার আশঙ্কায় এখন থেকেই ভুল বকতে শুরু করেছে বিজেপি প্রার্থী৷ তবে প্রশাসনের পক্ষ থেকে বিজেপি প্রার্থীরা আনা অভিযোগ সম্পর্কে কোন কিছুই মন্তব্য করা হয়নি৷