• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আগামীকাল গণনা ঘিরে ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় স্ট্রং রুমে

নিজস্ব প্রতিনিধি— আগামী মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হবে৷ রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে৷ ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে৷ কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে৷ ৪ হাজার

নিজস্ব প্রতিনিধি— আগামী মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হবে৷ রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে৷ ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে৷ কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে৷

৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকছে৷ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে৷ ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে৷ ইভিএম কাউন্টিংয়ের জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন৷ প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে৷ ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পডে়ছে৷ শেষে হবে ইভিএম গণনা৷ ভোট গণনায় ২৫ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার থাকছেন৷ রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬৷ শেষ হয়েছে সপ্তম দফা লোকসভা ভোট৷ মঙ্গলবার ফল ঘোষণা৷ তার আগে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ব্যালট বক্সগুলি রাখা হয়েছে৷ রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়৷

সিসি ক্যামেরায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি৷ গত শনিবার রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের ইভিএম জমা পডে়ছে পোস্টাল ব্যালটও জমা পড়েছে৷ প্রসঙ্গত, সন্দেশখালি থেকে ভাঙড়, ভোটের শেষ দফায় সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এই দুই এলাকা৷ বিরোধীদের ওপর হামলা৷ হামলা হল ভোটারের ওপরেও৷ অন্যদিকে, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট-শেষ দফার ভোটে সবকিছুই দেখল বাংলা৷ উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে, আজ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, সপ্তম দফায় মোট ২ হাজার ৯৮৩টি অভিযোগ জমা পডে়ছে৷ এর মধ্যে ৩৭৩টি অভিযোগ জানিয়েছে সিপিএম৷ বিজেপি করেছে ২৬৭টি অভিযোগ৷ এবং তৃণমূলের পক্ষ থেকে ১৩টি অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে৷