নিউইয়র্ক— বিশ্বের ধনী রাষ্ট্র আমেরিকায় রবিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আমেরিকার ক্রিকেটপ্রেমীরা উৎসাহে ভরপুর৷ এই প্রথম আন্তর্জাতিক স্তরে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজনে আমেরিকা এগিয়ে এসেছে৷ তাই এখন সারা আমরিকা জুড়ে ক্রিকেট নিয়ে আলোচনায় সবাই মুখর৷ এবারই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি দেশ অংশ নিচ্ছে৷ পাঁচটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে৷ আমেরিকা এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিচ্ছে আয়োজক দেশ হিসেবে৷
তবে, আমেরিকার ক্রিকেট খেলোয়াড়রা দারুণভাবে উদ্ভুদ্ধ৷ তার প্রধান কারণ হল, প্রথম অংশগ্রহণ করাতে তারা একটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে৷ অবশ্য এবারে আয়োজক দেশ হিসেবে আমেরিকার সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ সেখানেও বেশ কিছু খেলা রয়েছে৷ তবে ফাইনাল খেলা আমেরিকাতেই হবে৷
রবিবার টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আমেরিকা মুখে হবে প্রতিবেশী রাষ্ট্র কানাডার সঙ্গে৷ সবাই জানত, আমেরিকা বলতেই বেসবল৷ বেসবল নিয়ে এখানে প্রচুর আগ্রহ দেখতে পাওয়া যায়৷ পরবর্তীতে বাস্কেট বলেরও কদর রয়েছে এখানে৷ এমনকি আমেরিকার অ্যাথলিটরা অলিম্পিকে নজির গড়েছেন৷ ফুটবল খেলার প্রতি এখন তাঁদের নজর পড়েছে৷ আসলে বিশ্বকাপ ফুটবল আয়োজন করার পরেই আমেরিকার ফুটবলের প্রতি ক্রমেই আগ্রহ বেড়েছে৷ তবে এখানে উল্লেখ করা যেতে পারে, আমেরিকায় দর্শকদের মাঝে পরীক্ষা অন্য কথা বলছে৷ ১৮৪৪ সালে নিউইয়র্কে ম্যানহাটনে দুই দলের মধ্যে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল৷ তারপরে সেইভাবে ক্রিকেট চর্চা আর হয়নি৷ আমেরিকা ও কানাডার মধ্যে টি-টোয়েন্টি চার ম্যাচের সিরিজে আমেরিকাই জিতেছে৷ আমেরিকা পরবর্তীতে বাংলাদেশের সঙ্গেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টিতে জিতে সিরিজ নিজেদের হাতে তুলে নিয়েছে৷ স্বাভাবিকভাবেই বলতে পারা যায়, আমেরিকা ধীরে ধীরে ক্রিকেট জগতে প্রভাব ফেলছে৷ আবার প্রস্ত্ততি ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছে কানাডা৷ তাই উদ্বোধনী ম্যাচে আমেরিকা ও কানাডার ম্যাচটি বেশ উত্তেজনা থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
এখনও পর্যন্ত আমেরিকা ও কানাডা মুখোমুখি হয়েছে মোট আটটি ম্যাচে৷ তার মধ্যে পাঁচটিতে আমেরিকার প্রাধান্য দেখতে পাওয়া গিয়েছে৷ একটি ম্যাচে কোনও ফলাফল না হলেও কানাডা জিতেছে মাত্র তিনটি ম্যাচে৷ আমেরিকা ও কানাডার ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় ভোর ৬টায়৷
সম্ভাব্য দল আমেরিকা— স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোনস, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক, আলি খান, জসদীপ সিং, সৌরভ নেত্রবালকর, মিলিন্দ কুমার নিসার্গ প্যাটেল, নোস্ত্তশ কেনজিগে, শায়ান জাহাঙ্গীর৷
সম্ভাব্য দল কানাডা— অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, রায়ান পাঠান, নিকোলাস কির্টন, শ্রেয়স মোভা (উইকেটরক্ষক), দিলপ্রীত সিং, রবীন্দ্রপাল সিং, সাদ বিন জাফর (অধিনায়ক), ডিলন হেইলিগার, জেরেমি গর্ডন, ঋষিভ রাগব যোশী, জুনায়েদ সিদ্দিকী, পরগত সিং, নিখিল দত্ত, কালিমা সানা৷