• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

আজ তিহারই গন্তব্য কেজরির

দিল্লি, ১ জুন— কেজরির ৬ কেজি ওজন কমার তথ্য একেবারে উড়িয়ে দিয়ে আদালতে ইডির দাবি, আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শনিবার রাউস অ্যাভিনিউ আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারি পরে তাঁর ওজন কমেছে বলে যে দাবি করেছেন, তা অসত্য৷ আদতে তাঁর ওজন বেডে়ছে৷ ইডির

দিল্লি, ১ জুন— কেজরির ৬ কেজি ওজন কমার তথ্য একেবারে উড়িয়ে দিয়ে আদালতে ইডির দাবি, আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শনিবার রাউস অ্যাভিনিউ আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারি পরে তাঁর ওজন কমেছে বলে যে দাবি করেছেন, তা অসত্য৷ আদতে তাঁর ওজন বেডে়ছে৷ ইডির বক্তব্য শোনার পরে আদালত ৫ জুন পর্যন্ত রায় সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছে৷ যার অর্থ, রবিবার (২ জুন) তিহাড় জেলে ফেরত যেতে হচ্ছে কেজরিকে৷

উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি বলেছিলেন, ‘জেল হেফাজতে আমার ছ’কিলোগ্রাম ওজন কমে গিয়েছে৷’ সেই সঙ্গে জানান, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরেও তাঁর ওজন এক কিলোগ্রাম কমেছে৷ কিন্ত্ত সেই দাবিতে জল ঢেলে এদিন আদালতে অন্য কথা শোনাল ইডি৷

দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ কেজরিওয়াল গ্রেফতার হয়েছিলেন৷ গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত৷ অন্তর্বর্তী জামিনের শর্ত অনুযায়ী, ২ জুন তিহাড় কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ সুপ্রিম কোর্টে কেজরির আর্জি, পিইটি-সিটি স্ক্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করা হোক৷

শীর্ষ আদালতে সেই আবেদন বিচারাধীন থাকা অবস্থাতেই গত বৃহস্পতিবার স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল৷ শনিবার ইডি সেই আবেদনের বিরোধিতা করে কেজরির বিরুদ্ধে ‘মিথ্যা মেডিক্যাল রিপোর্ট’ জমা দেওয়ার পাল্টা অভিযোগ এনেছে৷ তবে জেলে যে তাঁকে ফিরতে হবে তা আঁচ করে শুক্রবার সাংবাদিক বৈঠকেই কেজরি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা মেনে আগামী রবিবার (২ জুন) তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন তিনি৷

সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্ট আমাকে ভোট প্রচারের জন্য ২১ দিন সময় দিয়েছে৷ পরশু আমি তিহাড় জেলে ফিরে যাব৷ আমি জানি না এই লোকেরা আমাকে কত দিন জেলে রাখবেন৷ কিন্ত্ত আমার জীবনীশক্তি অনেক বেশি৷ আমি গর্বিত, আমি জেলে যাচ্ছি স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার লড়াইয়ে নেমে৷ আমার ওষুধ বন্ধ করে দিয়েছে৷ আমি জানি না এই লোকগুলো কী চেয়েছিল, কেন তারা এমন করেছে?’