দিল্লি, ১ জুন– শনিবার লোকসভা নির্বাচন চলাকালীন সূদুর ইজরায়েলে বসে ভারতের ভোট প্রভাবিত করার ছক কষল এক সংস্থা! কৃত্রিম মেধা প্রয়োগ করে বিজেপিকে বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করল এক ইজরায়েলি সংস্থা৷
এমনটাই দাবি করেছে চ্যাটবট চ্যাটজিপিটি-র স্রষ্টা ‘ওপেন এআই’৷ শনিবার সপ্তম তথা শেষ দফায় দেশের ৫৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা৷ বিশ্লেষকদের বড় অংশের মতে, তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি৷ ফের দিল্লি দরবারে রাশ হাতে থাকবে নরেন্দ্র মোদির৷ এই প্রেক্ষাপটে ‘ওপেন এআই’ দাবি করেছে, লোকসভা নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে এসটিওআইসি নামের একটি ইজরায়েলি সংস্থা৷ ভারতের শাসকদল বিজেপির বিরুদ্ধে কুৎসা রটাতে কৃত্রিম মেধা ব্যবহার করছে তারা৷ পাশাপাশি, কংগ্রেসের গুণগান করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে৷ এই গোটা অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘জিরো জেন’৷
এদিকে, এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই কৃত্রিম মেধার অপব্যবহার নিয়ে সরব হয়েছে বিজেপি৷ ইঙ্গিতে কংগ্রেসকে নিশানা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এটা স্পষ্ট যে কয়েকটি রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে কুৎসা রটনা করছে৷ এই কাজে বিদেশি সংস্থার মদত নিচ্ছে তারা৷ এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপদ৷
বলে রাখা ভালো, ইজরায়েল ভারতের বন্ধু দেশ৷ গাজায় হামাসের হামলার পর তেল আভিভের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফলে স্বাভাবিকভাবেই, স্যাম অল্টম্যানের সংস্থার দাবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দেশে৷ ‘ওপেন এআই’ মতে, কৃত্রিম মেধা সম্পন্ন চ্যাটজিপিটি-র মতো চ্যাটবট ব্যবহার করে বিজেপি বিরোধী প্রবন্ধ, কমেন্ট এবং ভুয়ো মতামত তৈরি করা হচ্ছে৷ তা ছডি়য়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ ইজরায়েল থেকে পরিচালিত এমন বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷