• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

মাঝবয়সীরাই বেশি ঝুঁকির আওতায়

বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে ক্যানসারের প্রবণতা৷ ধারণা করা হচ্ছে, কয়েক বছরের মধ্যে এই রোগ পরিণত হয়ে যাবে মহামারিতে৷ প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লে এই রোগ থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব৷ কিন্ত্ত কেন বাড়ছে এই রোগ? কাদেরই বা প্রবণতা বেশি?কারা বেশি আক্রান্ত হচ্ছেন ক্যানসারে? সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত ৩ দশকে ৪০ থেকে

বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে ক্যানসারের প্রবণতা৷ ধারণা করা হচ্ছে, কয়েক বছরের মধ্যে এই রোগ পরিণত হয়ে যাবে মহামারিতে৷ প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লে এই রোগ থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব৷ কিন্ত্ত কেন বাড়ছে এই রোগ? কাদেরই বা প্রবণতা বেশি?কারা বেশি আক্রান্ত হচ্ছেন ক্যানসারে?
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত ৩ দশকে ৪০ থেকে ৫০ বছর বয়সী মানুষদের মধ্যে ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি বেড়েছে৷ ১৯৯১ থেকে ২০০০ একুশের মধ্যে ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে পিত্তথলির ক্যানসারের হার ২০০ শতাংশ, জরায়ুর ক্যানসারের হার ১৫৮ শতাংশ, কোলন ক্যানসারের হার ১৫৩ শতাংশ, কিডনি ক্যানসারের হার ৮৯ শতাংশ এবং অগ্নাশয় ক্যানসারের হার ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ক্যানসার হওয়ার প্রবণতা কেন বাড়ছে?
রোজকার খাদ্যাভ্যাস আর শরীরচর্চার অভাব ক্যানসারের ঝুঁকি বাড়ায়৷ এই রোগের মূল কারণগুলোর মধ্যে রয়েছে-অতিরিক্ত স্থূলতা, খারাপ খাদ্যাভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, চিনি খাওয়া, চর্বিযুক্ত খাবার খাওয়া৷
কোন ক্যানসারের ঝুঁকি বাড়ছে?
বর্তমানে পুরুষদের মধ্যে প্রস্ট্রেট, ফুসফুস ক্যানসারের প্রবণতা বেডে়ছে৷ অন্যদিকে নারীদের মধ্যে বেডে়ছে ফুসফুস, স্তন ক্যানসারের প্রবণতা৷
কোন কোন ক্যানসার চিকিৎসা যোগ্য?
টিকা দেওয়ার মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ করা যায়৷ এছাড়া সারভিক্যাল ক্যানসার যদি প্রাথমিক স্তরে ধরা পড়ে, তাহলে তা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়৷ সবচেয়ে জটিল মস্তিষ্কের ক্যানসার৷ এটি প্রাথমিকভাবে ধরা না পড়লে সেরে ওঠে না বেশিরভাগ সময়৷
কীভাবে ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব?
বর্তমানে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে৷ আবার জিনোমিক্স, বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI – এর মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঝুঁকি-ভিত্তিক স্ক্রিনিং করে ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব৷
সচেতন থাকলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব৷
শরীরে অস্বাভাবিকভাবে রক্তপাত, মাংসপিণ্ড অথবা ক্ষত দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান৷
প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসারের সঙ্গে লড়া সহজ হয়৷