দিল্লি, ৩০ মে– রাষ্ট্রপতি ভবন বাদ রেখে এবার কর্তব্যপথ অর্থাৎ দিল্লির রাজপথই তার তৃতীয়বারের শপথস্থল হিসেবে পচ্ছন্দ প্রধানমন্ত্রী মোদির৷ অষ্টাদশ লোকসভা ভোটে এনডিএ জিতলে নয়াদিল্লির কর্তব্যপথে দাঁডি়য়ে তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার বিজেপির একটি সূত্রে এ খবর জানা গিয়েছে৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক ‘রাজপথ’-এর নাম বদলে ‘কর্তব্য পথ’ করেছিলেন মোদি৷
উল্লেখ্য, আগামী ৯ জুন সেখানে খোলা মঞ্চে তিনি তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে বিজেপির ওই সূত্র জানিয়েছে৷ ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি ভবনের সামনের উঠোনে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নিয়েছিলেন মোদি৷ ২৬ মে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই স্থানেই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মোদী শপথবাক্য পাঠ করেছিলেন৷ প্রধানমন্ত্রী পদে মোদির পূর্বসূরি মনমোহন সিংহ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে শপথ নিয়েছিলেন৷ বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রীরই শপথ অনুষ্ঠানের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের মূল গম্বুজের নীচের অশোক হল৷ সেই প্রথা ভেঙে চন্দ্রশেখর ১৯৯০ সালে রাষ্ট্রপতি ভবনের উঠোনে শপথ নিয়েছিলেন৷ অটলবিহারী বাজপেয়ীও শপথ নেন ওই স্থানে৷