• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিবেকানন্দ রকে বসে বাংলা-তামিল বধের ছক মোদির!

কন্যাকুমারী, ৩০ মে– চব্বিশের লোকসভা ভোটে শেষ প্রচার বৃহস্পতিবার৷ এদিন বিকেল থেকেই তামিলনাড়ুর বিবেকানন্দ রকে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী৷ ঠিক যেমন উনিশের ভোটপ্রচার শেষে কেদারনাথের গুহায় তাঁকে ধ্যানমগ্ন হতে দেখা গিয়েছিল৷ আর ২৪-এর ভোট প্রচার শেষে সেই একই কায়দায় সাধনায় বসলেন মোদি৷ এবার সাধনাস্থল কন্যাকুমারীর বিবেকানন্দ রক৷ ওয়াকিবহাল মহলের একাংশের মত, পুরোপুরি বাংলার দিকে তাকিয়েই তাঁর

কন্যাকুমারী, ৩০ মে– চব্বিশের লোকসভা ভোটে শেষ প্রচার বৃহস্পতিবার৷ এদিন বিকেল থেকেই তামিলনাড়ুর বিবেকানন্দ রকে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী৷ ঠিক যেমন উনিশের ভোটপ্রচার শেষে কেদারনাথের গুহায় তাঁকে ধ্যানমগ্ন হতে দেখা গিয়েছিল৷ আর ২৪-এর ভোট প্রচার শেষে সেই একই কায়দায় সাধনায় বসলেন মোদি৷ এবার সাধনাস্থল কন্যাকুমারীর বিবেকানন্দ রক৷

ওয়াকিবহাল মহলের একাংশের মত, পুরোপুরি বাংলার দিকে তাকিয়েই তাঁর বিবেকানন্দ রকে ধ্যানে বসার পরিকল্পনা৷ আরেকাংশ অবশ্য শুধু বাংলার মন জয় তত্ত্ব মানতে নারাজ৷ তাঁদের মতে, মোদির পাখির চোখ আসলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু৷ এই রাজ্যে গেরুয়া রং ফিকে৷ ১০ বছর কেন্দ্রের ক্ষমতায় থাকলেও বিজেপি তথা এনডিএ-র ঝুলিতে দাক্ষিণাত্য থেকে তেমন প্রাপ্তি নেই৷ এবারের লোকসভা ভোটে প্রথম বিজেপির নেতৃত্বে জোট হয়েছে৷ কিছুটা জনসমর্থন পাওয়া গিয়েছে৷ তাতে ভোট বৃদ্ধির আশা থাকলেও সংখ্যাগুরুর সমর্থন নিয়ে নিশ্চিত নন মোদি-শাহরা৷ ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা ভোট৷ আর সেখানে গেরুয়া ঝড় তুলে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি৷ তাই এখন থেকেই তামিলনাড়ুকে পাখির চোখ করা হয়েছে৷

তবে এবার মোদির পছন্দ কন্যাকুমারীর বিবেকানন্দ রকই কেন তা নিয়েও কিন্তু বইছে নানান যুক্তির বন্যা৷ ওয়াকিবহাল মহলের একাংশ বলছে বঙ্গে ভোটপ্রচারই হোক বা অন্য কোনও রাজনৈতিক কর্মসূচি, বিজেপি বরাবর বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এসেছে৷ তা কখনও কখনও রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বিজেপি বিরোধীদের৷ চব্বিশের ভোটের প্রচারেই কলকাতায় এসে রোড শো করেছেন প্রধানমন্ত্রী মোদি৷ সেই রোড শো-র রুট ছিল শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাসভবন সিমলা স্ট্রিট পর্যন্ত৷ রোড শো শেষে মোদি বিবেকানন্দর মূর্তিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানান৷ এসবই ছিল তাঁর রাজনৈতিক কর্মসূচির অঙ্গ৷ এনিয়ে বিশেষজ্ঞ মহলের বিশ্লেষণ, কলকাতা উত্তরে আগে কখনও পদ্ম ফোটেনি৷ তৃণমূলত্যাগী তাপস রায়কে এবার এই কেন্দ্রের প্রার্থী করে সেই অপূর্ণ স্বপ্নই পূরণ করার লক্ষ্যে নেমেছে বিজেপি৷ আর তাই তাঁর প্রচার কর্মসূচিতে ছিল মা সারদা দেবীর বাসভবন দর্শন, স্বামী বিবেকানন্দের বাডি় পর্যন্ত মিছিল৷ এবার প্রচার শেষে বিবেকানন্দের স্মৃতিবিজডি়ত এবং হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত তামিলনাড়ুর বিবেকানন্দ রকে ৪৮ ঘণ্টা ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী মোদি৷