খায়রুল আনাম: এতদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন অধ্যাপক সঞ্জয় মল্লিক৷ তাঁর পরিবর্তে এবার দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক অরবিন্দ মণ্ডল৷ এরাজ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বভারতীর পরিদর্শক হিসেবে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মু৷ বিশ্বভারতীর রেক্টর রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ অথচ বিশ্বভারতীর উপাচার্যের পদ পূরণ নিয়ে বার বার জটিলতা তৈরি হয়েই চলেছে৷ অতীতেও দেখা গিয়েছে যে, বিশ্বভারতীর পাঁচ বছরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে যে উপাচার্যই আসুন না কেন, তাঁর পাঁচ বছরের কার্যকালের মেয়াদ শেষ শেষ হয়ে যাওয়ার পরে নতুন উপাচার্য নিয়োগ না করে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে কাজ চালানো হয়৷ বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে বিদু্যৎ চক্রবর্তীর কার্যকালের মেয়াদ গত বছরের ৫ নভেম্বর শেষ হয়ে যাওয়ার পরে স্থায়ী উপাচার্য নিয়োগ না করে বিশ্বভারতীর বিধি মেনে বিশ্বভারতীর প্রবীণতম অধ্যাপক কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিককে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক৷ বিশ্বভারতীর বিধি অনুযায়ী, ভারপ্রাপ্ত উপাচার্যকে বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য হতে হবে৷
কিন্ত্ত দেখা যায়, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সঞ্জয় কুমার মল্লিকের কর্মসমিতির সদস্যপদের মেয়াদ শেষ হয়ে যায় শনিবার ২৫ মে৷ বিশ্বভারতীর বিধি অনুযায়ী কর্মসমিতির সদস্যপদের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকতে পারেন না৷ আবার এনিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকও কোনও নির্দেশ না দেওয়ায় সঞ্জয়কুমার মল্লিক আর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে সরে গিয়ে দফতরে আসা বন্ধ করে দেওয়ায় বিশ্বভারতীতে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়৷ শেষ পর্যন্ত সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বুধবার ২৯ মে বিশ্বভারতীর প্রবীণতম অধ্যাপক হিসেবে বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডলকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার নেওয়ার বার্তা পাঠিয়েছে৷ মনে করা হচ্ছে যে, বিশ্বভারতীর আচার্য হিসেবে যেহেতু রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই, লোকসভা ভোটপর্ব মিটে গিয়ে নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত, স্থায়ী উপাচার্যের পরিবর্তে ভারপ্রাপ্ত উপাচার্য-ই বিশ্বভারতীর দায়িত্ব সামলাবেন৷