• facebook
  • twitter
Saturday, 19 October, 2024

‘কংগ্রেসের সঙ্গে চিরকালের গাঁটছড়া বাঁধিনি আপ’

৪ জুন সকলকে চমকে দেওয়ার বার্তা কেজরির দিল্লি, ২৯ মে– ইন্ডিয়া জোট গড়ার দিন থেকেই কংগ্রেস এবং আপ দূরত্ব চোখে পড়ার মতো৷ ইন্ডিয়া জোটের প্রথম সভাতেই দেখা গিয়েছিল আপ প্রধান কেজরিওয়ালের কংগ্রেসকে এড়িয়ে চলে যাওয়ার দৃশ্য৷ প্রকাশ্যেই কেজরিওয়াল জানিয়েছিলেন কংগ্রেসের কারণেই ইন্ডিয়া জোটে তেমন সংস্পর্শ নেই আপের৷ যদিও তারপর নানা বোঝাপড়ার মাধ্যমে কংগ্রেস জনগণকে বোঝানো

৪ জুন সকলকে চমকে দেওয়ার বার্তা কেজরির
দিল্লি, ২৯ মে– ইন্ডিয়া জোট গড়ার দিন থেকেই কংগ্রেস এবং আপ দূরত্ব চোখে পড়ার মতো৷ ইন্ডিয়া জোটের প্রথম সভাতেই দেখা গিয়েছিল আপ প্রধান কেজরিওয়ালের কংগ্রেসকে এড়িয়ে চলে যাওয়ার দৃশ্য৷ প্রকাশ্যেই কেজরিওয়াল জানিয়েছিলেন কংগ্রেসের কারণেই ইন্ডিয়া জোটে তেমন সংস্পর্শ নেই আপের৷ যদিও তারপর নানা বোঝাপড়ার মাধ্যমে কংগ্রেস জনগণকে বোঝানো চেষ্টা করেছে আপের সঙ্গে তাদের কোন সমস্যাই নেই৷ কিন্তু বুধবার দিল্লির শাসকদল আপ সরাসরি কংগ্রেসকে নিয়ে যে ঘোষণা করল তারপর আর কারুরই বুঝতে বাকি রইল না আপ কখনওই কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যেতে রাজি নয়৷ এমনকী লোকসভা ভোট মিটলেই ইন্ডিয়া জোটে আপের থাকাটাও হয়তো বড়সড় প্রশ্নের মুখে৷
বুধবার ইন্ডিয়া টুডে’র রাজদীপ সরদেশাইকে এক একান্ত সাক্ষাৎকারে আপ প্রধান সরাসরি বলে ফেললেন, ‘কংগ্রেসের সঙ্গে সাতজন্মের সম্বন্ধ গডে়নি আম আদমি পার্টি৷’ দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলপতি অরবিন্দ কেজরিওয়ালের এই স্পষ্ট কথায় রাজধানীর রাজনীতিতে পুরোনো জল্পনা ফের নতুন করে উস্কে দিয়েছে৷ তিনি এও বলেছেন যে, আগামী ৪ জুন অর্থাৎ লোকসভা ভোটের ফল বেরোনোর পর বিরাট চমক অপেক্ষা করছে দেশের সামনে৷ কেজরিওয়াল এদিন সাফ বলেন, আপ-কংগ্রেস জোট সাময়িক, চিরস্থায়ী নয়৷ লোকসভা ভোটে বিজেপিকে হারাতেই কেবল দুটি দল হাত মিলিয়েছে৷ কংগ্রেসের সঙ্গে চিরকালের গাঁটছড়া বাঁধিনি আমরা৷ ৪ জুন সকলে চমকে উঠবে, যখন দেখবে বিরোধী ইন্ডিয়া জোট লোকসভা ভোটে জিতবে৷
সাক্ষাৎকারে কেজরিওয়াল আরও বলেন, আপের সঙ্গে কংগ্রেসের কোনও চিরস্থায়ী বৈবাহিক সম্পর্ক নেই৷ আমাদের লক্ষ্য ছিল এই মুহূর্তে বিজেপিকে পরাজিত করা৷ দেশ থেকে বিজেপি শাসনের গুন্ডাগিরি ও স্বৈরতন্ত্রকে হটানো৷ তাই আমরা কংগ্রেসের সঙ্গে জোটে রাজি হয়েছি৷ উল্লেখ্য, লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা হলেও পাঞ্জাবে তারা মুখোমুখিই প্রতিদ্বন্দ্বিতা করছে৷ কেজরি বলেন, দেশকে রক্ষা করাই প্রাথমিক কাজ৷ তাই আপ ও কংগ্রেস কাছাকাছি এসেছে দিল্লিতে৷ পাঞ্জাবে বিজেপির কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেন আপ নেতা৷ অন্যদিকে এদিন ফের যোগী-অমিত ইসু্য উস্কে কেজরি বলেন, ‘ভোটের পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে দেবেন মোদি৷’ এর আগেও আবগারি দুর্নীতিতে অভিযুক্ত নেতা বলেছেন যে, বিজেপি ভোটে জিতলে অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন এবং যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে৷
সাক্ষাৎকারে শুধু কংগ্রেস নয় নিজের মুখ্যমন্ত্রীত্ব নিয়েও তিনি দাবি করেন, কোনও চাপের মুখেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন না তিনি৷ বলেন, জেলে ফিরে যাওয়াটাও কোনও ব্যাপার নয়৷ দেশের ভবিষ্যৎ সঙ্কটে৷ ওরা যতদিন ইচ্ছে আমাকে জেলে ভরে রাখুক৷ আমি তাতে দমে যাব না৷ বিজেপি চায় আমি যাতে ইস্তফা দিই৷ কিন্ত্ত ওদের চক্রান্তের কাছে মাথা নোয়াব না, বলেন কেজরি৷
উল্লেখ্য, বর্তমানে আদালতের নির্দেশে কেজরিওয়াল জামিনে রয়েছেন৷ কিন্ত্ত, ভোট মিটলেই তাঁর ২ জুন তিহার জেলে ফেরার দিন৷ এরই মধ্যে কেজরিওয়ালের আবেদন শুনবে না বলেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোট৷ তারমধ্যেই নিজের দলের সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার অভিযোগে জর্জরিত আপ দল৷ যদিও এদিন একদা ঘনিষ্ঠ নেত্রী স্বাতী মালিওয়ালকে মারধরের ঘটনা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি আপ প্রধান৷