সোনিপত, ২৯ মে– এ যেন জতুগৃহের ওপর বসে আসছে দেশের কারখানাগুলি৷ এবার ঘটনাস্থল সোনিপত৷ আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড৷ বিধ্বংসী আগুনে পুডে় ছারখার রাবার কারখানা৷ আগুনে ঝলসে গেলেন কারখানার কমপক্ষে ৪০ থেকে ৪৫ জন শ্রমিক৷ কয়েকজন গুরুতর জখম, তাদের অবস্থা সঙ্কটজনক৷ মঙ্গলবার বিকেলে হরিয়ানার সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি রাবার কারখানায় আগুন লাগে৷ নিমেষেই বিধ্বংসী আগুন গোটা কারখানায় ছডি়য়ে পডে়৷ সেই সময়ে কারখানায় ৫০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন৷ অগ্নিকাণ্ডে ঝলসে যান অধিকাংশ কর্মীই৷ এদের মধ্যে ৫ জন গুরুতর জখম৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কারখানায় রাবারের বেল্ট তৈরি হত৷ তবে কীভাবে আগুন লাগল, তা এখনও অজানা৷ প্রাথমিক তদন্তে অনুমান, কারখানার কোনও একটি বয়লার ফেটেই এই বিপত্তি ঘটেছে৷