• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সৌদি আরব ফুটবল ইতিহাসে নজির গড়লেন রোনাল্ডো

আবুধাবি— দেখতে দেখতে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স ৪০-এর কাছে পৌঁছে গিয়েছে৷ ৩৯ বছর বয়সেও রোনাল্ডোর গোল করার মতো খিদে এখনও কমেনি৷ গোলের কাছে পৌঁছলে তিনি অনেকটাই বাজপাখির মতো ছোঁ মেরে গোলের জালে বল জড়িয়ে যায়৷ বর্তমানে সৌদি আরবের ফুটবল জগতে সেরা খেলোয়াড় রোনাল্ডো৷ এই জল্পনার মধ্যেই নতুন এক নজির গড়ে ফেলেছেন তিনি৷ অর্থাৎ নজির

আবুধাবি— দেখতে দেখতে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স ৪০-এর কাছে পৌঁছে গিয়েছে৷ ৩৯ বছর বয়সেও রোনাল্ডোর গোল করার মতো খিদে এখনও কমেনি৷ গোলের কাছে পৌঁছলে তিনি অনেকটাই বাজপাখির মতো ছোঁ মেরে গোলের জালে বল জড়িয়ে যায়৷ বর্তমানে সৌদি আরবের ফুটবল জগতে সেরা খেলোয়াড় রোনাল্ডো৷ এই জল্পনার মধ্যেই নতুন এক নজির গড়ে ফেলেছেন তিনি৷ অর্থাৎ নজির গড়ার ক্ষেত্রে সিআর সেভেন অনেককেই ছাপিয়ে যেতে পারেন৷ সৌদি প্রো লিগের ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ সোমবার লিগের শেষ ম্যাচে আল নাসের ৪-২ গোলে জয় পেল আল ইত্তেহাদকে হারিয়ে৷ আর সেই ম্যাচে অসাধারণ দু’টি গোল করেছেন রোনাল্ডো৷ যার ফলে তাঁর গোলের সংখ্যা হল ৩৫টি৷

২০১৮-১৯ মরশুমে ৩৪টি গোল করেছিলেন সৌদি প্রো লিগে মরক্কোর স্ট্রাইকার আবদেরাজ্জাক হামদাল্লাহ্৷ এতদিন এই গোলের সংখ্যাই ছিল সর্বাধিক৷ আর এবারে সেই রেকর্ড ভেঙে দিলেন রোনাল্ডো৷ চলতি মরশুমে আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডো গোল করেছেন ৫০টি৷ আর এই প্রথমবার এক মরশুমে ১০০-রও বেশি গোল করার কৃতিত্ব দেখাল আল নাসের দল৷ আর ১০০ গোলের মধ্যে রোনাল্ডোর পা থেকেই এসেছে ৫০টি গোল৷ এই গোল করার মধ্য দিয়ে রোনাল্ডো নজির গড়ে ফেললেন৷ চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরশুমে সর্বাধিক গোলের মালিক হয়েছেন তিনি৷ ইংল্যান্ড (ম্যাঞ্চেস্টার সিটি), স্পেন (রিয়াল মাদ্রিদ), ইতালি (জুভেন্টাস) ও সৌদি আরবের হয়ে এক মরশুমে সর্বাধিক গোল করার কৃতিত্ব দেখালেন সিআর সেভেন৷

ইতিমধ্যে রোনাল্ডোর সৌদি আরব ছেড়ে জার্মানে চলে যাওয়ার কথা৷ ইতিমধ্যেই জার্মানির ক্লাব লেভারকুসেন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে রোনাল্ডোর সঙ্গে৷ শোনা যাচ্ছে তিনি বুন্দেশলিগা জেতা ক্লাব লেভারকুসেনে খেলবেন৷ যদি রোনাল্ডো সেই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন, তাহলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, লেভারকুসেনের কোচ জাফি আলফানসোর সঙ্গে মাদ্রিদে দীর্ঘদিন খেলেছেন রোনাল্ডো৷ তাই বন্ধুর ডাকে তিনি সাড়া দেবেন বলে আশা করা যেতেই পারে৷