• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলায় সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি: নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারুইপুরে সভার আগে সন্ধেয় কলকাতায় রোড শো করার কথা রয়েছে৷ তার আগে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করলেন, বাংলায় সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি৷ পশ্চিমবঙ্গে একপেশে লড়াই হচ্ছে৷ আর সেই লড়াইয়ে তৃণমূল স্রেফ অস্তিত্ব বাঁচানোর জন্য লড়ছে৷ উত্তর ও পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপির শক্তি ও আসন সংখ্যা সম্পৃক্ত অবস্থায়

নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারুইপুরে সভার আগে সন্ধেয় কলকাতায় রোড শো করার কথা রয়েছে৷ তার আগে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করলেন, বাংলায় সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি৷ পশ্চিমবঙ্গে একপেশে লড়াই হচ্ছে৷ আর সেই লড়াইয়ে তৃণমূল স্রেফ অস্তিত্ব বাঁচানোর জন্য লড়ছে৷ উত্তর ও পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপির শক্তি ও আসন সংখ্যা সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে৷ রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা কোথাও আসন বাড়ানোর জায়গা নেই৷ তাই পূর্বে ও দক্ষিণে এবার অতিশয় নজর দিয়েছিলেন মোদি-শাহরা৷ বাংলায় প্রধানমন্ত্রীর সভার সংখ্যা ও বহরেই তা প্রমাণিত৷

সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলার ভোটে তৃণমূল দল কেবল টিকে থাকার জন্য লড়াই করছে৷ আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলায় বিজেপির ৩টে আসন ছিল৷ সেখান থেকে বেডে় ৮০ হয়েছে (আসলে হয়েছিল ৭৭)৷ গত লোকসভা ভোটে আমরা প্রচুর সমর্থন পেয়েছিলাম৷ গোটা দেশের মধ্যে বাংলা বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য হবে৷ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সাফল্য পাবে বিজেপি”৷

বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৩টিতে এরই মধ্যে ভোট হয়ে গেছে৷ শেষ দফায় যে ৯টি আসনে ১ জুন ভোট হবে, সেই ৯টি আসনই বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে৷ বিজেপি এই দফাতেও মরণ কামড় দিতে চাইছে৷ বিশেষ করে উত্তর কলকাতা লোকসভা আসনটি জিততে তারা মরিয়া৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, “বাংলায় লাগাতার খুন আর হামলার ঘটনা ঘটছে৷ ভোটের আগে বিজেপিকে কর্মীদের জেলে ভরা হচ্ছে, এই সব অত্যাচার সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ বেরিয়ে এসে নিজের ভোট নিজে দিচ্ছেন”৷

ওবিসিদের শংসাপত্র বাতিল প্রসঙ্গও প্রধানমন্ত্রী বলেন, কলকাতা হাইকোর্ট বেআইনি ভাবে দেওয়া ওবিসি সংরক্ষণ বাতিলের নির্দেশ দিয়েছে৷ তৃণমূল এখন উচ্চ আদালতকে আক্রমণ করছে৷ বিচার ব্যবস্থা সম্পর্কে খারাপ কথা বলছে৷ এদিন কংগ্রেসেরও সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “ওদের একটা সুনির্দিষ্ট ছক রয়েছে৷ প্রথম পাপ ওরা করেছে অন্ধ্রপ্রদেশে৷ সেখানে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার পাপ করেছে৷ সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান নেই৷ তাই সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে৷ তাই তারা এবার পিছনের দরজা দিয়ে মুসলমানদের ওবিসি-র আওতায় সংরক্ষণ দিতে চাইছে৷ ওবিসিদের অধিকার কেডে় নিতে চাইছে৷ ”প্রধানমন্ত্রীর মতে, হাইকোর্টের রায়েই পরিষ্কার যে কত বড় জালিয়াতি হয়েছে৷ তবে তার চেয়েও দুর্ভাগ্যজনক হল তারা ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য বিচারব্যবস্থাকেও আক্রমণ করছে৷ এমনকি এও বলছে, যাই হয়ে যাক আদালতের কথাও শুনবে না৷ এটা সবচেয়ে বেশি উদ্বেগজনক৷

বিচার ব্যবস্থার গলা টিপে ধরছে তৃণমূল এদিন এই অভিযোগ করেন মোদি অশোকনগরের সভা থেকে৷ এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে মোদির খোঁচা এবার কি বিচারপতিদের পিছনে গুণ্ডা লেলিয়ে দেবেন? মোদির কথায়, তৃণমূল লক্ষ লক্ষ ওবিসিকে ধোকা দিয়েছে৷