• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দু’বছর পর ত্রিপুরা ছেডে় ঘর ওয়াপসি ঋদ্ধির

কলকাতা– অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন৷ ঋদ্ধিমান সাহাকে বাংলার জার্সিতেই আগামী বছর খেলতে দেখা যাবে৷ তাঁর জার্সিতে সেঁটে যাওয়া ‘বাংলার প্রাক্তন’ শব্দবন্ধনীও উঠতে চলেছে এবার৷ ‘শীত-গ্রীষ্ম-বর্ষা/ঋদ্ধিই ভরসা’ এমন স্লোগান একসময়ে আছড়ে পড়ত ইডেনের গ্যালারিতে৷ সবুজ গালচেতে উইকেটের পিছনে দাঁডি়য়ে ডান-বাঁয়ে সুপারম্যানের মতো শরীর ছুঁডে় ক্যাচ ধরা তাঁর ট্রেডমার্ক৷ প্রবল চাপের মুখে দাঁডি়য়ে ঋদ্ধির ব্যাট কথা

কলকাতা– অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন৷ ঋদ্ধিমান সাহাকে বাংলার জার্সিতেই আগামী বছর খেলতে দেখা যাবে৷ তাঁর জার্সিতে সেঁটে যাওয়া ‘বাংলার প্রাক্তন’ শব্দবন্ধনীও উঠতে চলেছে এবার৷
‘শীত-গ্রীষ্ম-বর্ষা/ঋদ্ধিই ভরসা’ এমন স্লোগান একসময়ে আছড়ে পড়ত ইডেনের গ্যালারিতে৷

সবুজ গালচেতে উইকেটের পিছনে দাঁডি়য়ে ডান-বাঁয়ে সুপারম্যানের মতো শরীর ছুঁডে় ক্যাচ ধরা তাঁর ট্রেডমার্ক৷ প্রবল চাপের মুখে দাঁডি়য়ে ঋদ্ধির ব্যাট কথা বলত৷ বঙ্গ ক্রিকেটের ক্রাইসিস ম্যান ছিলেন তিনি৷
সেই ঋদ্ধিমান সাহা অভিমান করে বছর দুয়েক আগে বাংলা ছেডে় চলে গিয়েছিলেন ত্রিপুরায়৷ সেই তিনিই আবার ফিরতে চলেছেন বঙ্গ ক্রিকেটে৷ গত কয়েকদিন ধরেই বাংলার উইকেট কিপারকে ফেরানোর উদ্যোগ নেয় সিএবি৷ বরফ গলানোর চেষ্টা করা হয়৷ বেশ কয়েক দফায় তাঁর সঙ্গে কথাবার্তা চলে সিএবির৷ অবশেষে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই বরফ গলে৷ ঋদ্ধিও স্থির করে নেন তিনি ত্রিপুরা ছেডে় ফিরে আসবেন বাংলায়৷ খেলবেন বাংলার হয়েই৷

শুধু ঋদ্ধি নন, বাংলা ছেডে় ত্রিপুরায় গিয়েছিলেন সুদীপ চট্টোপাধ্যায়ও৷ তিনিও ফিরে এসেছেন বাংলায়৷ বাংলা ছেডে় দূরে থাকায় সমস্যা হচ্ছিল ঋদ্ধিরও৷ তাঁর ছেলে-মেয়েরা বড় হচ্ছে৷ বাংলায় ফিরে এলে সবঅর্থেই সুবিধা তাঁর৷

একসময়ে ঋদ্ধিমানের বাংলা ছাড়া নিয়ে কম বিতর্ক হয়নি৷ তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বঙ্গের ক্রিকেটসমাজ থেকে৷ সেই অপমান তাঁর রক্তের গতি বাডি়য়ে তুলেছিল৷ কিন্ত্ত এখন সব অতীত৷ ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন৷ ইডেনের গ্যালারি থেকে আবারও হয়তো স্লোগান উঠবে, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা/ঋদ্ধিই ভরসা’৷ চিরকালের ফাইটার যে তিনিই৷ বাংলার হয়ে ক্রাইসিস মুহূর্তে তাঁর ব্যাট আবার গর্জে উঠছে, এমন স্বপ্ন দেখতে সমস্যা কোথায়!