• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

বাড়লো স্কুল পড়ুয়াদের গরমের ছুটি, খুলবে ১০ জুন

নিজস্ব প্রতিনিধি— স্কুলে আরও বাড়ল ‘গরমে’র ছুটি৷ আগামী ৩ জুন স্কুল খোলার কথা থাকলেও তা পিছিয়ে গেল৷ সোমবার এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষাদপ্তর৷ আগামী ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়ারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর৷ অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন৷ সোমবার

নিজস্ব প্রতিনিধি— স্কুলে আরও বাড়ল ‘গরমে’র ছুটি৷ আগামী ৩ জুন স্কুল খোলার কথা থাকলেও তা পিছিয়ে গেল৷ সোমবার এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষাদপ্তর৷ আগামী ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও পড়ুয়ারা স্কুল যাবে আরও এক সপ্তাহ পর৷ অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন৷ সোমবার স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, -‘ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে৷ যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ৷ স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন৷ ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়৷ তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে’৷ ৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল স্কুলগুলিতে৷ তবে গরমের তীব্রতা এতটাই বেশি ছিল, পরে ছুটি এগিয়ে আনতে হয়৷ না হলে ছাত্র ছাত্রীদের নাকাল হতে হচ্ছিল৷ প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছিল অনেকেই৷ এরপরই ২২ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর৷ সেই ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর৷