• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ষষ্ঠ দফায় ৫৮ আসনে গড় ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বিজেপির

দিল্লি-হরিয়ানা, লড়াই উত্তরপ্রদেশ-বিহারে টক্কর দিতে প্রস্তুত বিরোধীরা দিল্লি, ২৩ মে– দেশে লোকসভা নির্বাচন ২০২৪ এবার ৭ দফায় হচ্ছে৷ অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় শেষের দিকে৷ এর মধ্যেই পাঁচ দফা সম্পন্ন৷ বাকি আর দুই দফা৷ যার ষষ্ঠ দফা হতে চলেছে শনিবার৷ ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে রাজনীতিকদের ভাগ্য নির্ধারণ

প্রতীকী ছবি (File Photo: IANS)

দিল্লি-হরিয়ানা, লড়াই উত্তরপ্রদেশ-বিহারে টক্কর দিতে প্রস্তুত বিরোধীরা
দিল্লি, ২৩ মে– দেশে লোকসভা নির্বাচন ২০২৪ এবার ৭ দফায় হচ্ছে৷ অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় শেষের দিকে৷ এর মধ্যেই পাঁচ দফা সম্পন্ন৷ বাকি আর দুই দফা৷ যার ষষ্ঠ দফা হতে চলেছে শনিবার৷ ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে রাজনীতিকদের ভাগ্য নির্ধারণ করবে জনগণের ভোট৷ তবে যে স্থানগুলিতে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে সেগুলির অধিকাংশ নিয়েই একটু হলেও চাপে রয়েছে বিরোধী শিবির৷ কারণ এই আসনগুলি উনিশে ছিল বিজেপির দখলে৷ এবার মোদির সেই গড়ে নিজেদের ফুল ফোঁটানোই চ্যালেঞ্জ বিরোধীদের৷
ষষ্ঠ দফা পর্বে ভোট হচ্ছে বাংলার তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে৷ এরাজ্যের ৮টি আসন ছাড়াও ভোট হচ্ছে বিহার (৮), হরিয়ানা (১০), ঝাড়খণ্ড (৪), ওডি়শা (৬), উত্তরপ্রদেশ (১৪), দিল্লি (৭) ও কাশ্মীরে (১)৷ এর মধ্যে কাশ্মীরের অনন্তনাগ আসনটিতে ভোট আগেই হওয়ার কথা ছিল৷ কিন্ত্ত খারাপ আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ভোট পিছিয়ে ষষ্ঠ দফায় করা হয়৷ তবে কাশ্মীর নিয়ে যথেষ্ঠ চাপে রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী৷ বিগত কয়েক দিন ধরে কাশ্মীর সংলগ্ন বিভিন্ন স্থানে চলছে জঙ্গী-সেনা সংঘর্ষ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন জঙ্গীকে নিকেষ করেছে সেনা বাহিনী৷ কাশ্মীরে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করানোই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য৷
এই ৫৮ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন৷ এই পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির বাঁশুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, মনোহর লাল খাট্টার৷ কংগ্রেসের কানহাইয়া কুমার, দিপেন্দ্র সিং হুডা৷ এরাজ্যের হেভিওয়েটদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, বিজেপির হিরণ ও তৃণমূলের দেব, জুন মালিয়ারা৷
এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে দিল্লি এবং হরিয়ানায়৷ দিল্লিতে আগের বার সবকটি আসন ছিল বিজেপির অধীনে৷ সেই আসনগুলি নিয়ে বিজেপির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপ ও কংগ্রেস জোট৷ আবার হরিয়ানাতেও সেই একই অবস্থার মুখে বিজেপি৷ হরিয়ানাতেও এবার বইছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া৷ সেরাজ্যেও এবার আপ -কংগ্রেস জোটের সঙ্গে জোর লড়াই বিজেপির৷ বিহার এবং উত্তরপ্রদেশেও কঠিন লড়াই হবে৷ বিহারে লালু গোষ্ঠীর সম্মুখীন সম্প্রতি বিজেপিতে যাওয়া নীতিশ কুমার দল৷ যদিও সেখানে কিছুটা হলেও স্বস্তিতে বিজেপি৷ অপরদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার হলেও জোর টক্কর রয়েছে অখিলেশ কুমারের সঙ্গে৷
কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনটি আবার ন্যাশনাল কনফারেন্সের গড় হিসাবে পরিচিত৷ সেটাও বাঁচানোর লড়াই আবদুল্লাহদের৷