• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাড়িতে থেকেও আমাকে বাঁচাতে আসেননি কেজরিওয়াল, সত্যি প্রমাণে ‘লাই ডিটেক্টর’ টেস্টের জন্য প্রস্তুত স্বাতী

দিল্লি, ২৪ মে– স্বাতী মালিওয়াল হেনস্থা কান্ড এখন দিল্লির সবথেকে চর্চিত বিষয়গুলির মধ্যে একটি৷ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়িতে হেনস্থার শিকার হন আপের বিধায়ক স্বাতী মালিওয়াল৷ তাকে মারধর এবং হেনস্থায় অভিযুক্ত হন স্বয়ং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিভাব কুমার৷ স্বাতীর সঙ্গে এই হেনস্থার কথা শিকার করে নেয় দিল্লির আপ সরকারও৷ এরপর স্বাতীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিভাবকে৷

দিল্লি, ২৪ মে– স্বাতী মালিওয়াল হেনস্থা কান্ড এখন দিল্লির সবথেকে চর্চিত বিষয়গুলির মধ্যে একটি৷ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়িতে হেনস্থার শিকার হন আপের বিধায়ক স্বাতী মালিওয়াল৷ তাকে মারধর এবং হেনস্থায় অভিযুক্ত হন স্বয়ং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিভাব কুমার৷ স্বাতীর সঙ্গে এই হেনস্থার কথা শিকার করে নেয় দিল্লির আপ সরকারও৷ এরপর স্বাতীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিভাবকে৷ কিন্তু এবা স্বাতীর অভিযোগ, ‘দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে যখন মারধর করছেন তাঁরই ব্যক্তিগত সচিব বিভাব কুমার, সেই সময়ে বাড়িতেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল!’ এমনই বিস্ফোরক অভিযোগ করছেন স্বাতী মালিওয়াল৷ শুধু তাই নয়, তাঁর এও দাবি, নিজের লোককে বাঁচানোর চেষ্টায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ স্বাতী জানিয়েছেন, তাঁর কথা কারও বিশ্বাস না হলে তিনি ‘পলিগ্রাফ’ বা ‘লাই ডিটেক্টর’ টেস্টের জন্যও প্রস্তুত৷
স্বাতী মালিওয়াল নিগ্রহের তদন্তে অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমন খবর মিললেও পরে তা বাদ দেয় পুলিশ৷ বিষয়টি একদমই ভাল চোখে দেখছে না আম আদমি পার্টি৷ তারা প্রথমেই স্বাতীর বিরুদ্ধে বড় অভিযোগ এনে দাবি করেছিলেন যে, তিনি বিজেপি অঙ্গুলিহেলনে কাজ করছেন৷ তবে স্বাতী পাল্টা দাবি করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সহ আপ-এর সকলেই তাঁকে কাঠগড়ায় তুলে আদতে বিভাবকে বাঁচাতে চাইছে৷ কাউকেই তিনি বিশ্বাস করেন না৷
যদিও এই বিষয় নিয়ে প্রথমবার মুখ খুলে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ঘটনার দুটি দিক আছে৷ তিনি চান গোটা বিষয়টির নিরপেক্ষ এবং সঠিক তদন্ত হোক৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন স্বাতী৷ তাঁর বক্তব্য, ঘটনার এতদিন হয়ে গেলেও কেজরিওয়াল তাঁকে একবারও ফোন করেননি, তাঁর সঙ্গে কথা বলতে চাননি৷ এদিকে বলছেন ঘটনার দুটি দিক রয়েছে৷ বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, তিনি কাউকে বাঁচাতে চাইছেন৷
স্বাতীর কথায়, ‘আমি বুঝতেই পারছি না কেন এমন হল, কেউ আমার বিরুদ্ধে কেন এমন করল৷ প্রতিদিন আমার চরিত্র হনন করা হচ্ছে৷ এডিট করা ভিডিও ফাঁস করে, আমার সম্মানহানি করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর বাড়িতেই আমি হেনস্তার শিকার হলাম, আর আমার সঙ্গেই এইসব হচ্ছে৷ প্রয়োজন পড়লে আমি পলিগ্রাফ টেস্টের জন্য তৈরি৷’ পুলিশে দায়ের করা এফআইআর-এ তিনি ভুল তথ্য দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে৷ সেই বিষয় নিয়ে মুখ খুলে স্বাতী বলেন, ‘যা যা হয়েছে ঠিক সেটাই বলেছি৷ কিছুই বাড়িয়ে বলিনি৷ আমি যে সত্যি বলছি তা প্রমাণ করার জন্য সব করতে প্রস্তুত৷’
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে স্বাতী স্পষ্ট দাবি করেছেন, বড় কারুর অঙ্গুলি হেলনেই এই কাজ করেছেন বিভব৷ তবে তিনি কে, সেই বিষয়ে স্বাতী কিছু বলেননি৷ যদিও তাঁর স্পষ্ট কথা, তিনি কাউকেই বিশ্বাস করেন না আর৷
স্বাতী আরও বলেন, ‘হেনস্থা চলাকালীন তিনি একাধিকবার সাহায্যের জন্য চিৎকার করেছিলেন৷ কিন্ত্ত মুখ্যমন্ত্রী নিজে বাড়িতে থাকাকালীনও আসেননি৷ তিনি তো দূর, অন্য কেউও তাঁকে সাহায্য করতে আসেনি৷’
জানিয়ে রাখি, ঘটনার সূত্রপাত ১৩ মে৷ স্বাতী মুখ্যমন্ত্রীর বাডি়তে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে৷ বসার ঘরে তিনি যখন অপেক্ষা করছিলেন, তখন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমার তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন৷ স্বাতীকে মারধর করেন৷ স্বাতী সেই সময় নিজেই ১০০ নম্বরে ফোন করে সাহায্য চান৷ পুলিশ ঘটনস্থলে পেঁৗছে স্বাতীকে উদ্ধার করেন৷