• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

রিকি পন্টিং-অ্যান্ডি ফ্লাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

টিম ইন্ডিয়ার কোচ খুঁজছে বোর্ড মুম্বই– ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাইছেন না রিকি পন্টিং এবং অ্যান্ডি ফ্লাওয়ার৷ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার আগ্রহ নেই দুই প্রাক্তন অধিনায়কের কারোরই৷ গত মাসেই ভারতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ৷ বর্তমান কোচ সেই জায়গায় দায়িত্ব নেবেন কে? আইপিএলে

টিম ইন্ডিয়ার কোচ খুঁজছে বোর্ড

মুম্বই– ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাইছেন না রিকি পন্টিং এবং অ্যান্ডি ফ্লাওয়ার৷ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার আগ্রহ নেই দুই প্রাক্তন অধিনায়কের কারোরই৷ গত মাসেই ভারতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ৷ বর্তমান কোচ সেই জায়গায় দায়িত্ব নেবেন কে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং৷ এ বারের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি তাঁর দল৷ কিন্ত্ত ভারতীয় দলের কোচ হলে আর দিল্লির দায়িত্ব নিতে পারবেন না পন্টিং৷ তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হতে আমার ভালই লাগবে৷ কিন্ত্ত আমি বাড়িতেও সময় কাটাতে চাই৷ ভারতীয় দলের কোচ হলে সেই সময়টা পাব না৷ তা ছাড়া আইপিএল দলের কোচিংও করাতে পারব না৷ ভারতের কোচ হতে গেলে এই সব কিছু ছেড়ে দিতে হবে আমাকে৷ জাতীয় দলে থাকতে গেলে ১০-১১ মাস সময় দিতে হয়৷ আমার এখন যা জীবনযাপন তার সঙ্গে এই সময়টা দেওয়া কঠিন৷ আমি নিজের মতো সময় কাটাতে চাই৷’ পন্টিং পাকাপাকি ভাবে ভারতে চলে আসার কথাও ভেবেছিলেন৷ তিনি বলেন, ‘আমার পরিবার এবং সন্তানেরা গত পাঁচ সপ্তাহ ধরে আমার সঙ্গে রয়েছে৷ ওরা প্রতি বছরই আসে৷ আমার ছেলেকে বলেছিলাম যে, ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ এসেছে আমার কাছে৷ তাতে ও বলল, নিয়ে নাও দায়িত্ব৷ আমরা কয়েক বছরের জন্য ভারতে থেকে যাব৷ ওরা ভারতকে এতটাই ভালোবাসে৷ এখানকার ক্রিকেট সংস্কৃতি ওদের খুব পছন্দের৷ কিন্ত্ত আমার পক্ষে এখন এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়৷’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের কাছে প্রস্তাব গিয়েছিল কোচ হওয়ার৷ কিন্ত্ত তিনিও আবেদন করেননি৷ ফ্লাওয়ার বলেন, ‘আমি আবেদন করিনি৷ করবও না৷ আইপিএলের মতো বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কোচ হিসাবেই ঠিক আছি আমি৷’

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে৷ তার পর ক্রিকেট উপদেষ্টা কমিটি বেছে নেবে ভারতের পরবর্তী কোচ৷ এখনও পর্যন্ত কারা আবেদন করেছেন তা জানা যায়নি৷