• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পঞ্চম দফায় ভোটদানে এগিয়ে বাংলা, পিছিয়ে বিহার

নিজস্ব প্রতিনিধি– পঞ্চম দফায় দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কত ভোট পডে়ছে, বৃহস্পতিবার সেই তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন৷ ৪৯ আসনে গড় ভোটদানের হার ৬২.২ শতাংশ, এমনই খবর কমিশন সূত্রে৷ কোন রাজ্যে কত ভোট পড়ল, পুরুষ-মহিলা-তৃতীয় লিঙ্গের ভোটদানের হারই বা কত, সেই পরিসংখ্যানই স্পষ্ট করল কমিশন৷ সোমবার রাত ১১টা পর্যন্ত ভোটদানের হারের যে

নিজস্ব প্রতিনিধি– পঞ্চম দফায় দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কত ভোট পডে়ছে, বৃহস্পতিবার সেই তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন৷ ৪৯ আসনে গড় ভোটদানের হার ৬২.২ শতাংশ, এমনই খবর কমিশন সূত্রে৷ কোন রাজ্যে কত ভোট পড়ল, পুরুষ-মহিলা-তৃতীয় লিঙ্গের ভোটদানের হারই বা কত, সেই পরিসংখ্যানই স্পষ্ট করল কমিশন৷ সোমবার রাত ১১টা পর্যন্ত ভোটদানের হারের যে তথ্য কমিশন প্রকাশ করেছিল, তার সঙ্গে বৃহস্পতিবারের হিসাবের পার্থক্য রয়েছে৷ দেখা যাচ্ছে, কমিশনের হিসাবে দেশে ২ শতাংশ ভোট বেডে়ছে৷ সোমবার কমিশন জানিয়েছিল সারা দেশে ভোট পডে়ছে ৬০.০৯ শতাংশ৷ বৃহস্পতিবারের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে সেই হার ৬২.২ শতাংশ৷ কমিশন সূত্রে খবর, পঞ্চম দফায় পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি৷ ৪৯ আসনে পুরুষদের ভোটদানের হার ৬১.৪৮ শতাংশ৷ সেখানে মহিলাদের ভোটদানের হার ৬৩ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোটদানের হার ২১.৯৬ শতাংশ৷ আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পডে়ছে পশ্চিমবঙ্গে৷

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাত আসনে সোমবার ভোট পডে়ছে ৭৮.৪৫ শতাংশ৷ পুরুষ এবং মহিলাদের ভোটদানের হার প্রায় সমান৷ তথ্য অনুযায়ী, পুরুষদের ভোটদানের হার ৭৮.৪৮ শতাংশ৷ মহিলাদের ভোটদানের হার ৭৮.৪৩ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোট পডে়ছে ৩৮.২২ শতাংশ৷ পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ওডি়শা৷ সে রাজ্যে পাঁচটি আসনে ভোটগ্রহণ হয় সোমবার৷ কমিশনের সূত্রে অনুযায়ী, পঞ্চম দফায় এই পাঁচ আসনে গড় ভোটদানের হার ৭৩.৫ শতাংশ৷ পুরুষ এবং মহিলাদের ভোটদানের হার যথাক্রমে ৭২.২৮ শতাংশ এবং ৭৪.৭৭ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোট পডে়ছে ২২.০৯ শতাংশ৷ কেন্দ্রশাসিত লাদাখের এক আসনে সোমবার ভোট পডে়ছে ৭১.৮২ শতাংশ৷ পুরুষদের ভোটদানের হার ৭১.৪৪ শতাংশ৷ মহিলাদের ভোটদানের হার ৭২.২ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোটদানের হার ৩৭.৫ শতাংশ৷ চতুর্থ স্থানে রয়েছে ঝাড়খণ্ড৷ সে রাজ্যে গড় ভোটদানের হার ৬৩.২১ শতাংশ৷ তিন আসনে পুরুষ এবং মহিলাদের ভোটদানের হার যথাক্রমে ৫৮.০৮ শতাংশ এবং ৬৮.৬৫ শতাংশ৷ জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হয় পঞ্চম দফায়৷

সেই আসনে সোমবার ভোট পডে়ছে ৫৯.১ শতাংশ৷ পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটদানের হার যথাক্রমে ৬২.৫২ শতাংশ, ৬১.৫৮ শতাংশ এবং ৬ শতাংশ৷ উত্তরপ্রদেশের ১৪টি লোকসভা আসনে পঞ্চম দফায় গড় ভোটদানের হার ৫৮.০২ শতাংশ৷ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পুরুষদের ভোটদানের হার ৫৭.৬ শতাংশ৷ মহিলাদের ভোটদানের হার ৫৮.৫১ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোট পডে়ছে ১৪.৮১ শতাংশ৷ ভোটদানের হারে উত্তরপ্রদেশের পরেই রয়েছে মহারাষ্ট্র৷ সে রাজ্যে গড় ভোট পডে়ছে ৫৬.৮৯ শতাংশ৷ পঞ্চম দফায় মহারাষ্ট্রের ১৩টি আসনে ভোটগ্রহণ হয়৷ পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটদানের হার যথাক্রমে ৫৮.২৮ শতাংশ, ৫৫.৩২ শতাংশ এবং ২৪.১৬ শতাংশ৷ সবচেয়ে কম ভোট পডে়ছে বিহারে৷ সোমবার পঞ্চম দফায় বাংলার পড়শি রাজ্যে পাঁচটি আসনে ভোটগ্রহণ ছিল৷ বিহারের ওই পাঁচ আসনে গড় ভোটদানের হার ৫৬.৭৬ শতাংশ৷ পুরুষদের ভোটদানের হার ৫২.৪২ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে সেই হার ৬১.৫৮ শতাংশ৷ তৃতীয় লিঙ্গের ভোট পডে়ছে ৬ শতাংশ৷