ঢাকা- এখনকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের পিচকে আইসিসি নিম্নমানের বলে উল্লেখ করায় এবার পিচের মান বাড়ানোর উদ্যোগ নিল আইসিসি ক্রিকেট বোর্ড।
ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েও বিসিবি-র সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা যেহেতু এই রেটিং পেয়েছি তাই ভবিষ্যতে মাঠ ও পিচ তৈরির ক্ষেত্রে সতর্ক থাকব’।
আইসিসি-র ম্যাচ রেফারি ডেভিড বুন ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়াম প্রদক্ষিণ করার পর জানান, ‘ঢাকার স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই খারাপ আচরণ করছিল। গোটা ম্যাচে অসমান বাউন্স ও সামঞ্জস্যহীন টার্ন দেখা গেছে। সেই টার্ন মাঝে মাঝেই অত্যাধিক হয়ে যাচ্ছিল। পিচ পুরোপুরি বোলারদের সহায়ক ছিল। ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতা দেখানোর কোনও সুযোগই পাননি’।
‘চট্টগ্রামের পিচ তো আবার পুরোপুরি উলটো আচরণ করছে। সেখানে নয়ুনতম সিম মুভমেন্ট ছিল না। ব্যাটসম্যানদের সহায়ক ছিল পিচ। এর ফলেই পাঁচটি শতরান এবং ছয়টি অর্ধশত রান দেখা যায়’। দুটিমাঠকেই ডিমেরিট পয়েন্ট দিয়েছেন তিনি।