• facebook
  • twitter
Monday, 25 November, 2024

প্রথম প্রস্ত্ততি ম্যাচে বাংলাদেশ হারল আমেরিকার কাছে

হিউস্টন— আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগে তিনটে প্রস্ত্ততি ম্যাচ খেলবার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে৷ প্রথম ম্যাচেই নবগত আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেল৷ হেরে যাওয়ার ফলে বাংলাদেশ বেশ চাপের মধ্যে পড়ে গেল৷ টি-২০ ক্রিকেটে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের স্থান ৯ নম্বরে রয়েছে৷ আর আমেরিকা রয়েছে ১৯ নম্বরে৷ স্বাভাবিক ভাবেই এই র্যাঙ্কিংয়ের

হিউস্টন— আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগে তিনটে প্রস্ত্ততি ম্যাচ খেলবার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে৷ প্রথম ম্যাচেই নবগত আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেল৷ হেরে যাওয়ার ফলে বাংলাদেশ বেশ চাপের মধ্যে পড়ে গেল৷ টি-২০ ক্রিকেটে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের স্থান ৯ নম্বরে রয়েছে৷ আর আমেরিকা রয়েছে ১৯ নম্বরে৷ স্বাভাবিক ভাবেই এই র্যাঙ্কিংয়ের জায়গা দেখে বুঝতে পারা যায় আমেরিকা অনেক পিছিয়ে রয়েছে ক্রিকেট খেলায়৷ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আয়োজক হিসাবে আমেরিকা জায়গা করে নিয়েছে এই প্রতিযোগিতায়৷ প্রথমবার থেকেই বাংলাদেশ টি-২০ ক্রিকেট খেলে আসছে৷ ৮ বারের বিশ্বকাপ খেলা বাংলাদেশের এই অবস্থা দেখে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন এই হারটা কখনওই মেনে নেওয়া সম্ভব নয়৷ তার প্রধান কারণ হল, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যেভাবে খেলে থাকে তার ছবি দেখতে পাওয়া গেল না৷ সবদিক দিয়ে বিচার করলে পুরো দলটাই ফ্লপ হয়েছে৷ কি ব্যাটিং, কি ফিল্ডিং ও বোলিংয়েও ব্যর্থতা প্রকাশ পেয়েছে৷

প্রথম ম্যাচে নির্দিষ্ট ওভারে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে মাত্র ১৫৩ রান করে৷ বাংলাদেশের হয়ে তাওহিদ হূদয় ৪৭ বলে ৫৮ রান করেন৷ এ বাদে মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন৷ এছাড়া সৌম্য সরকার ১৩ বলে ২০ রান করে আউট হয়ে যায়৷ বাংলাদেশের ১৫৩ রানের জবাবে আমেরিকা খেলতে নেমে ৫ উইকেটে জয় তুলে নেয়৷ আমেরিকা ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান করে জয়ের মুখ দেখে৷ আমেরিকার ব্যাটসম্যান কোরি এ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রান উপহার দেন৷ হরমিত সিং ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন৷ সিরিজে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে৷ ওই দুটি ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটাই দেখবার বিষয়৷ আমেরিকার সিরিজের পরেই ঠিক বিশ্বকাপের আগে একটি প্রস্ত্ততি ম্যাচ খেলবে ভারতীয় দল৷ টি-২০ বিশ্বকাপের গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও নেপালের সঙ্গে৷ আমেরিকার বিরুদ্ধে হারার ফলে অনেকেই বলছেন বাংলাদেশ খুব একটা সহজ ভাবে খেলতে পারবে না টি-২০ গ্রুপ পর্বের খেলায়৷