• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃণমূল আমলের সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ ঘোষণা করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি– বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক নজিরবিহীন রায়দান করলো৷ ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পডে় গিয়েছে৷ উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ মামলায় ১৪ বছর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷ বুধবার এই রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি– বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক নজিরবিহীন রায়দান করলো৷ ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পডে় গিয়েছে৷ উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ মামলায় ১৪ বছর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷ বুধবার এই রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ৷

এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ‘২০১০ পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হল৷ ২০১০ সালের আগের নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে৷ এতদিন যাঁরা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন৷ এ ছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে’৷ বুধবার থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকল না৷ নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে৷ তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন, তাঁদের কারওর চাকরি যাবে না৷ যাঁরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরাও চাকরি পাবেন৷

পাশাপাশি হাইকোর্টের তরফে জানান হয়েছে, ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথ ভাবে আইন মেনে বানানো হয়নি৷ তাই ওই শংসাপত্র বাতিল হবে৷ কিন্ত্ত যাদের ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্র রয়েছে তাদের কোন অসুবিধা হবে না৷ বুধবার এই রায় ঘোষণা করল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ৷ ১৯৯৩ সালের আইন মেনে তৈরি হবে ওবিসি শংসাপত্র৷ অন্যদিকে কলকাতা হাইকোর্টের তরফে জানান হয়েছে, এই রায়দানের পর কারা ওবিসি হবেন তা রাজ্য বিধানসভাকে ঠিক করতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে বলে আদালত জানিয়েছে৷