• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ইউরো কাপে রোনাল্ডোর নেতৃত্বেই পর্তুগালের দল ঘোষণা

লিসবন— ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল৷ মঙ্গলবার ইউরো ২০২৪-এর জন্য পর্তগাল দল ঘোষণা করেন রবার্তো মার্টিনেজ৷ ষষ্ঠবার ইউরো খেলতে যাচ্ছেন সিআর সেভেন৷ এটাও রেকর্ড৷ তিনিই দলকে নেতৃত্ব দেবেন৷ রোনাল্ডো মানেই রেকর্ড৷ তিনি মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড৷ ইউরোতে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা ১৪৷ খেলেছেন সর্বোচ্চ ২৫টি ম্যাচ৷ এবারের টুর্নামেন্টে গোলসংখ্যা

লিসবন— ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল৷ মঙ্গলবার ইউরো ২০২৪-এর জন্য পর্তগাল দল ঘোষণা করেন রবার্তো মার্টিনেজ৷ ষষ্ঠবার ইউরো খেলতে যাচ্ছেন সিআর সেভেন৷ এটাও রেকর্ড৷ তিনিই দলকে নেতৃত্ব দেবেন৷ রোনাল্ডো মানেই রেকর্ড৷ তিনি মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড৷ ইউরোতে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা ১৪৷ খেলেছেন সর্বোচ্চ ২৫টি ম্যাচ৷

এবারের টুর্নামেন্টে গোলসংখ্যা এবং ম্যাচের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে সিআর সেভেনের সামনে৷
রোনাল্ডোর ক্লাব আল নাসের এবার লিগ খেতাব জিততে ব্যর্থ হয়৷ দল ব্যর্থ হলেও রোনাল্ডো কিন্ত্ত গোল করে গিয়েছেন৷ আল নাসেরের হয়ে ৩৩টি গোল করেন রোনাল্ডো৷ অ্যাসিস্ট করেন ১১টি৷

৩৯ বছরের রোনাল্ডো ছাড়াও পর্তুগাল দলে রয়েছেন বর্ষীয়ান ডিফেন্ডার পেপে৷ ৪১ বছর ২ মাস ২৫ দিনে পেপেই বয়স্ক ফুটবলার টুর্নামেন্টের ইতিহাসে৷ তিনি ছাপিয়ে গেলেন গ্যাবর কিরালির রেকর্ডও৷ ২০১৬ সালের ইউরোতে ৪০ বছর ৮৬ দিনের গ্যাবরই ছিলেন সবচেয়ে বয়স্ক ফুটবলার৷ ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ইউরো৷ ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে৷ গ্রুপ এফ-এ পর্তুগালের সঙ্গে রয়েছে তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং জর্জিয়া৷ টুর্নামেন্ট শুরুর আগে মার্টিনেজের দল ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে৷

ঘোষিত পর্তুগাল দল— গোলকিপার: দিয়োগ কোস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও৷
ডিফেন্ডার: আন্তোনিও সিলভা, দানিলো পেরেরা, দিয়েগো দালোত, গনকালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্ডেজ, পেপে, রুবেন ডায়াস৷
মিডফিল্ড: ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, জোয়াও পালহিনহা, ওতাভিও মনটেইরো, রুবেন নেভেস, ভিটিনহা৷

ফরোয়ার্ড: বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো জোটা, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, রাফায়েল লিয়াও৷
এদিকে ইংল্যান্ডও ইউরো ২০২৪-এর জন্য ৩৩ জনের দল ঘোষণা করেছে৷ মার্কাস র্যাশফোর্ড ও জর্ডন হেন্ডারসনকে বাদ দিয়েছেন গ্যারেথ সাউথগেট৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার র্যাশফোর্ড ৩৩টি ম্যাচ থেকে সাতটি গোল করেন এবং ২টি অ্যাসিস্ট৷ ফর্মের জন্যই তাঁকে দলে নেননি সাউথগেট৷