• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতীয় দলে জায়গা না পেয়েও রিঙ্কু হতাশ নন

নিজস্ব প্রতিনিধি— কলকাতা নাইটরাইডার্সের নির্ভরযোগ্য ক্রিকেটার রিঙ্কু সিং ভেবেছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে তাঁর জায়গা হয়ে যাবে৷ কিন্ত্ত ভাগ্য খারাপ৷ ঘোষিত ভারতীয় দলে ১৫ সদস্যের মধ্যে রিঙ্কুর জায়গা হয়নি৷ গত ৩০ এপ্রিল দল ঘোষণা হওয়ার পরে স্বাভাবিকভাবে রিঙ্কু কিছুটা হতাশ হয়ে গিয়েছেন৷ এই হতাশার কারণে তাঁর স্বাভাবিক খেলা থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন৷ প্লে

নিজস্ব প্রতিনিধি— কলকাতা নাইটরাইডার্সের নির্ভরযোগ্য ক্রিকেটার রিঙ্কু সিং ভেবেছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে তাঁর জায়গা হয়ে যাবে৷ কিন্ত্ত ভাগ্য খারাপ৷ ঘোষিত ভারতীয় দলে ১৫ সদস্যের মধ্যে রিঙ্কুর জায়গা হয়নি৷ গত ৩০ এপ্রিল দল ঘোষণা হওয়ার পরে স্বাভাবিকভাবে রিঙ্কু কিছুটা হতাশ হয়ে গিয়েছেন৷ এই হতাশার কারণে তাঁর স্বাভাবিক খেলা থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন৷ প্লে অফ ম্যাচে কলকাতার হয়ে খেলার সুযোগ থাকলেও, রিঙ্কু সেইভাবে নিজেকে তৈরি রাখতে পারছেন না৷ তাই ২১ দিন বাদে কলকাতা নাইটরাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং মুখ খুললেন৷ তিনি বলেন, জুনিয়র পর্যায়ে বেশকিছু ক্রিকেট প্রতিযোগিতায় আমার হাতে ট্রফি শোভা পেয়েছে৷ সেই কারণে আশা করেছিলাম, হয়তো সুযোগ আসবে ভারতের জার্সি গায়ে দিয়ে মাঠে নামা টি-টোয়েন্টি বিশ্বকাপে৷ অবশ্য তাঁর সময় খারাপ যাচ্ছে একথা মানতে রাজি নন রিঙ্কু৷ সময় খারাপ হলে তবে কেন এই কথার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আইপিএল ক্রিকেটে প্লে অফ ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছি৷ এর আগেই ভারতের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ এসেছে৷ শুধু তাই নয়, ১১টি ইনিংসে ৩৫৬ রান করার কৃতিত্ব রয়েছে রিঙ্কুর৷ হয়তো সেই কারণেই রিঙ্কুকে দলের সাফল্যের জন্য ফিনিশার বলেই ডাকা হয়ে থাকে৷ তবে, চলতি আইপিএল ক্রিকেটে সেইভাবে নজর কাড়তে পরেননি৷ তবুও রিঙ্কুকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটাররা অত্যন্ত আশাবাদীই ছিলেন৷ তাঁদের অভিমত ছিল, রিঙ্কু আইপিএল ক্রিকেটে নজর না কাড়তে পারলেও তাঁর খেলার মধ্যে একটা সাহসীপনা রয়েছে৷ যার ফলে যে কোনও মুহূর্তে খেলার চরিত্রই বদলে দিতে পারেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেলে হয়তো রিঙ্কু দলে অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠতে পারতেন৷ মূল দলে জায়গা না পেলেও রিজার্ভ খেলোয়াড় হিসেবে তাঁর নামটা রয়েছে৷ তবুও রিঙ্কু আশাবাদী, শেষ মুহূর্তে তাঁর জায়গা হয়ে যেতে পারে৷

কিন্ত্ত কীভাবে জায়গা হবে? তারও একটা অঙ্ক ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআইয়ের কর্মকর্তারা ভাবতে শুরু করেছেন৷ গতবছর যেভাবে টপ ফর্মে ছিলেন শিবম দুবে, এবারে তিনি সেই জায়গাতেই নেই৷ এমনকি বল হাতেও তাঁর দক্ষতা চোখে পড়েনি৷ শিবম দুবেকে ভাবা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার জায়গায় বিকল্প হিসেবে৷ অলরাউন্ডার হার্দিক যখন দলে জায়গা পেয়ে গিয়েছেন, তখন শিবমকে নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে৷ অনেকে ভাবছেন শিবমের জায়গায় রিঙ্কু সিংকে ডাকা হতে পারে৷ আগামী ২৫ মে’র মধ্যে আইসিসি’র কাছে খেলোয়াড়দের নাম পাঠানো যাবে৷ তাই কোনও খেলোয়াড় যদি বদল করা হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট তারিখের মধ্যেই জানিয়ে দিতে হবে৷ হয়তো সেইভাবেই রিঙ্কুর জায়গা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷