গোপেশ মাহাত, ঝাড়গ্রাম, ২১ মে— ষষ্ঠ দফার ভোটের আগে জোর কদমে প্রচার শুরু করেছেন তৃণমুলের নেতা-মন্ত্রীরা৷ ভোট প্রচারে বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক স্তরের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে৷ গত আট-দশ দিনে তিন জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থী কালিপদ সোরেনের হয়ে প্রচারে যাচ্ছেন৷ তাঁর প্রচার ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম দেখা গিয়েছে৷ এত দিন মন্ত্রী বীরবাহা হাঁসদাকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে খুব বেশি দেখা যায়নি৷ তাঁকে মূলত উত্তরবঙ্গ, বীরভূম, সাঁইথিয়া, ব্যারাকপুরে সংশ্লিষ্ট ওই সব এলাকার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যেতে হয়েছিল দলীয় নির্দেশে৷
যদিও তার ফাঁকে যখনই ঝাড়গ্রামে এসেছেন তার মধ্যে ঝাড়গ্রাম বিধানসভার অধীন অঞ্চলগুলিতে কর্মী-বৈঠক সারার পাশাপাশি ঝাড়গ্রাম শহরের বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীকে নিয়ে প্রচারে গিয়েছেন৷ তবে মন্ত্রী সব সময়ই ওই সব বৈঠকগুলিতে জেতা বুথের পাশাপাশি হারা বুথগুলির উপর বেশি জোর দিয়ে প্রচারের নির্দেশ দিয়েছিলেন৷ অনেক ক্ষেত্রে দলের একটা অংশের দাবি ছিল মন্ত্রী বীরবাহাকে ঝাড়গ্রাম আসনের জন্য আরো বেশি করে প্রচারে আনা হোক৷
দলীয় সূত্রে জানা গিয়েছে চতুর্থ পর্যায়ের ভোট পর্যন্ত মন্ত্রী রাজ্যের অন্য জেলাগুলিতে প্রচারে ব্যস্ত ছিলেন৷ তবে গত আট-দশ দিন ধরে রীতিমতো রাত-দিন প্রচারে ঘাম ঝাড়াচ্ছেন মন্ত্রী৷ পথসভা থেকে শুরু রোডগুলিতে মন্ত্রীর প্রচার ঘিরে প্রচুর মানুষের ভিড়৷ এমনকি ২০ মে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর যখন সভা চলছিল তখন লালগড়ের দুটি অঞ্চলে মন্ত্রীর মিছিল ও রোড-শো ঘিরে কয়েক হাজার মহিলা, পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ গ্রামের মহিলারা তাকে দেখে কথা বলে উচ্ছ্বসিত৷ সেখানে ওদিন বৈতা অঞ্চলের ভৈরবকুন্ড থেকে আঁধারজোড়া হয়ে ভুলকা পর্যন্ত প্রায় ছয় কিমি মিছিল ঘিরে ওই অঞ্চলে সাধারণ মানুষের ভিড় ছিল দেখা মতো৷
এছাড়াও নেপুরা অঞ্চলের বাহাদূরপুর মোড় থেকে নিশ্চিন্তপুর, নেপুরা, শ্যামসুন্দরপুর থেকে মৌলারা এবং রাধামোহনপুর থেকে লাঘাটা পর্যন্ত মন্ত্রীর
রোড-শোটি ঘিরে মহিলাদের ভিড় ছিল দেখার মতো৷ রাস্তার দু’ধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন তাকে দেখার জন্য৷ এর আগে বান্দোয়ান, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সব জায়গায় পথসভা, মিছিল, রোড-শো করে ফেলেছেন৷ আর তাই শেষবেলায় মন্ত্রী বীরবাহা হাঁসদার প্রচার ঘিরে একটা আলাদা উৎসাহ কাজ করছে কর্মীদের মধ্যে৷ এই বিষয়ে রাজ্য বনদফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘দলের নির্দেশের আগে রাজ্যের অন্য জেলাগুলিতে প্রচারে ছিলাম৷ এখন ঝাড়গ্রাম কেন্দ্রে আমাদের প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছি৷ মানুষজনের দারুণ সাড়া পাচ্ছি৷’