• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ব্যাঙ্কিং ক্ষেত্রে মুনাফা প্রথমবার ছাপিয়ে গেল ৩ লক্ষ কোটি

ব্যাঙ্কিং ক্ষেত্রে রেকর্ড মুনাফা ভারতের! ভোটের মধ্যেই বড় সুখবর দিলেন মোদী দিল্লি, ২১ মে– লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের মধ্যেই ভারতের আর্থিক ক্ষেত্রে খুশির খবর৷ প্রথমবারের মতো ৩ লক্ষ কোটি টাকা ছাডি়য়ে গেল ভারতের ব্যাঙ্কিং খাতের সার্বিক মুনাফা৷ এক সংবাদমধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে, সুখবরটা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর মতে, এই সাফল্য ব্যাঙ্কিং সেক্টরে

ব্যাঙ্কিং ক্ষেত্রে রেকর্ড মুনাফা ভারতের! ভোটের মধ্যেই বড় সুখবর দিলেন মোদী
দিল্লি, ২১ মে– লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের মধ্যেই ভারতের আর্থিক ক্ষেত্রে খুশির খবর৷ প্রথমবারের মতো ৩ লক্ষ কোটি টাকা ছাডি়য়ে গেল ভারতের ব্যাঙ্কিং খাতের সার্বিক মুনাফা৷ এক সংবাদমধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে, সুখবরটা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর মতে, এই সাফল্য ব্যাঙ্কিং সেক্টরে ‘গত ১০ বছরে অসাধারণ পরিবর্তন’-এর ফল৷ দেশের গরিব, কৃষক এবং ক্ষুদ্র ও ছোট-ছোট ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ব্যাঙ্কগুলির স্বাস্থ্যের উন্নতি ঘটায় গরিবরা, কৃষকরা এবং ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা৷ তারা এবার আরও সহজে ঋণ পাবেন৷ তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন ইউপিএ-র ফোন-ব্যাঙ্কিং নীতির কারণে আমাদের ব্যাঙ্কগুলি লোকসানে চলছিল এবং ব্যাপক এনপিএ-র সমস্যা নিয়ে ভুগছিল৷ গরিবদের জন্য ব্যাঙ্কের দরজা বন্ধ হয়ে গিয়েছিল৷’
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে প্রথমবার ব্যাঙ্কিং সেক্টরের মোট মুনাফা ৩ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে৷ ২০২২-২৩ অর্থবর্ষে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা ছিল ২.২ লক্ষ কোটি টাকা৷ চলতি আর্থিক বছরে, সেই মুনাফা ৩৯ শতাংশ বেডে় ৩.১ লক্ষ কোটি টাকা হয়েছে৷ চলতি বছরে সরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা হয়েছে রেকর্ড ১.৪ লক্ষ কোটি টাকা৷ গত বছরের তুলনায় সরকারি ব্যাঙ্কগুলির মুনাফা বেডে়ছে ৩৪ শতাংশ৷ অন্যদিকে, ২০২৩-এ বেসরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা ছিল ১.২ লক্ষ টাকা৷ চলতি বছরে তা ৪২ শতাংশ বেডে় প্রায় ১.৭ লক্ষ কোটি টাকা হয়েছে৷ অর্থাৎ, সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলির আয়ের মধ্যে ব্যবধান বেডে়ছে৷
তবে, গত কয়েক বছর ধরে বেসরকারী ব্যাঙ্কগুলির সঙ্গে তাদের মুনাফার ব্যবধান কমাচ্ছিল সরকারি ব্যাঙ্কগুলি৷ ব্যালেন্স শীটগুলি পরিষ্কার করেছিল এবং আয় বৃদ্ধি করেছিল৷ গত তিন বছরে সরকারি ব্যাঙ্কগুলির মোট মুনাফা বেডে়ছে চারগুণেরও বেশি৷ ব্যাঙ্কিং বিশেযজ্ঞদের মতে, পেনশনের জন্য যদি এককালীন বিধান প্রয়োগ না করতে হত, তাহলে ২০২৪-এ সরকারি ব্যাঙ্কগুলির মুনাফা আরও বাড়ত৷ তবে, এবার ব্যাঙ্কিং সেক্টরের মুনাফা ছাপিয়ে গিয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকেও৷ সাম্প্রতিক কয়েক বছরে দেখা গিয়েছে, আইটি সংস্থাগুলিই সবথেকে বেশি মুনাফা অর্জন করে৷ কিন্ত্ত এই বছর, আইটি সেক্টরকেও ছাপিয়ে গিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের মুনাফা৷ তালিকাভুক্ত তথ্য় প্রযুক্তি পরিষেবা সংস্থাগুলি ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় ১.১ লক্ষ কোটি টাকার লাভ করেছে৷