• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মশলার নমুনা খতিয়ে দেখে বার্তা কেন্দ্রের

দিল্লি, ২১ মে– সম্প্রতি সিঙ্গাপুর এবং নেপনালে হংকংয়ে নিষিদ্ধ হয়েছে ভারতের দুই মশলা সংস্থা এভারেস্ট ও এমডিএইচের মশলা৷ তাদের অভিযোগ, অভিযোগ, সেগুলিতে রয়েছে মাত্রাতিরিক্ত এথিলিন অক্সাইড৷ ওই কীটনাশক বেশি পরিমাণের মানুষের শরীরে গেলে ক্যানসার হতে পারে৷ যারপরই ভারতে এই দুই কোম্পানির মশালার ক্ষতিকারক কীটনাশক ক্ষতিয়ে দেখার কাজ শুরু হয়৷ পরীক্ষার পর, এভারেস্ট স্পাইসেস-এর কিছু নমুনায় নিয়ম

দিল্লি, ২১ মে– সম্প্রতি সিঙ্গাপুর এবং নেপনালে হংকংয়ে নিষিদ্ধ হয়েছে ভারতের দুই মশলা সংস্থা এভারেস্ট ও এমডিএইচের মশলা৷ তাদের অভিযোগ, অভিযোগ, সেগুলিতে রয়েছে মাত্রাতিরিক্ত এথিলিন অক্সাইড৷ ওই কীটনাশক বেশি পরিমাণের মানুষের শরীরে গেলে ক্যানসার হতে পারে৷ যারপরই ভারতে এই দুই কোম্পানির মশালার ক্ষতিকারক কীটনাশক ক্ষতিয়ে দেখার কাজ শুরু হয়৷
পরীক্ষার পর, এভারেস্ট স্পাইসেস-এর কিছু নমুনায় নিয়ম লঙ্ঘনের খোঁজ পেয়েছে কেন্দ্র৷ সরকারি সূত্রের দাবি, প্রতি কেজি মশলায় ০.১ এমজি-র বেশি এথিলিন অক্সাইড না থাকার বিধি মানা হয়নি৷ সংস্থাকে সংশোধনমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ তবে অভিযোগের কেন্দ্রে থাকা আর এক ভারতীয় সংস্থা এমডিএইচের মশলায় তেমন কিছুর সন্ধান মেলেনি বলেই দাবি সূত্রটির৷
এ দিন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের দাবি, ‘আমরা দু’টি সংস্থারই নমুনা পরীক্ষা করেছি৷ এমডিএইচের ১৮টি নমুনার সবক’টিতে নিয়ম মানা হয়েছে৷ তবে এভারেস্টের ১২টির মধ্যে একাংশ বিধি ভেঙেছে৷’