• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিশ্বকাপ ক্রিকেট সূচি নিয়ে হুঙ্কার হরভজনের

দিল্লি– বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোকের অভাব ভারতীয় ক্রিকেটে, সেখানে চরম ব্যতিক্রম ভাজ্জি৷ তিনি বরাবরের ঠোঁটকাটা৷ হরভজন জানিয়েছেন, আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সূচি নিয়ে আরও একটু ভাবনাচিন্তা করতে পারত৷ আইসিসি এ কেমন সূচি বানিয়েছে? যেখানে বিশ্বকাপের আগে কোনও ব্যবধান রাখা হয়নি৷ এখন তো সারা বিশ্ব জেনে গিয়েছে কবে আইপিএল টুর্নামেন্ট হয়ে থাকে৷ মার্চে শুরু হয়, আর

দিল্লি– বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোকের অভাব ভারতীয় ক্রিকেটে, সেখানে চরম ব্যতিক্রম ভাজ্জি৷ তিনি বরাবরের ঠোঁটকাটা৷ হরভজন জানিয়েছেন, আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সূচি নিয়ে আরও একটু ভাবনাচিন্তা করতে পারত৷

আইসিসি এ কেমন সূচি বানিয়েছে? যেখানে বিশ্বকাপের আগে কোনও ব্যবধান রাখা হয়নি৷ এখন তো সারা বিশ্ব জেনে গিয়েছে কবে আইপিএল টুর্নামেন্ট হয়ে থাকে৷ মার্চে শুরু হয়, আর শেষ হয় মে মাসের শেষে৷ তারপর এক সপ্তাহেরও ব্যবধান নেই টি ২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে যায়৷

আইপিএল খেলা শেষ করেই ক্রিকেটারদের মাঠে নামতে হবে মেগা ইভেন্টের জন্য৷ এটা কি ছেলেখেলা হচ্ছে? ভারতের নামী প্রাক্তন স্পিনারের ব্যাখ্যা, ‘বিশ্বকাপ তো আর পাড়ার টুর্নামেন্ট নয়, যে শুরু হল, আর সবাই মাঠে নেমে পড়লাম৷ বিশ্বকাপের আগে ১৫ দিন অন্তত দলের ক্রিকেটারদের নিয়ে শিবির হওয়া বাধ্যতামূলক, না হলে সমঝোতা গড়ে উঠতে সময় লাগে৷ সেখানে একটা বিনোদনের লিগ শেষ করেই ক্রিকেটারদের মাঠে নেমে পড়তে হবে৷ এটা মানা যায় না৷’ হরভজন এও বলেছেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটার বেশি রয়েছে আইপিএলে৷ তাঁদের খেলায় এমনিতেই একটা ক্লান্তি থাকবে, সেটাই স্বাভাবিক বিষয়৷ এতে মেগা ইভেন্টে তাদের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে৷’ হরভজন তোপ দেগেছে বিসিসিআই-কেও৷ বলেছেন, ‘বোর্ডের উচিত ছিল, আইপিএল আরও আগে শেষ করা, যেমন করেই হোক৷ কারণ ভারতীয় দল একবার টি ২০ ক্রিকেটে ব্যর্থ হলে সবাই বোর্ডকে দোষারোপ করবে৷’