নিজস্ব প্রতিনিধি— ভোটের মাঝেই বিজেপি নেতাদের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে চলে যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা উদ্ধার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওই লজে ছিলেন কয়েকজন বিজেপি নেতা এবং তাঁদের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা৷ এই ঘটনায় মূলত অভিযোগের তীর বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডলের দিকে৷ এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে পুরুলিয়ায় বিজেপির মণ্ডল সভাপতির মোটরবাইক থেকে প্রায় সাডে় পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন৷ এখানেই শেষ নয়, পুরুলিয়া, খড়গপুরের পর হুগলি, সেখান থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে ২ লক্ষ টাকা এবং দুটি আগ্নেয়াস্ত্র৷ এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি নেতা স্বরাজ ঘোষের দিকে৷ এই নগদ টাকা উদ্ধারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ নিজের এক্স হ্যান্ডেলে রবিবারের প্রধানমন্ত্রীর জনসভার একটি ছবি পোস্ট করেন অভিষেক, যেখানে প্রধানমন্ত্রী এবং সমিত মন্ডলকে একত্রে একটি মঞ্চে দেখা যাচ্ছে৷ সেই সাথে রয়েছেন আরও কয়েকজন বিজেপি নেতৃত্ব৷ এই ছবি দিয়েই অভিষেক সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, “মঞ্চে, না খাবো না খেতে দেবো এবং মঞ্চের পেছনে, কালো পয়সা জমাবো এবং জমাতে দেবো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি নিজ বক্তব্যে অটুট থেকে সমিত মন্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন?”
পঞ্চম দফার নির্বাচনের ঠিক আগের রাতে অর্থাৎ রবিবার নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে খড়্গপুর জাতীয় সড়কের ধারের হোটেল এবং লজগুলিতে অভিযান করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ৷ সেই অভিযানেই উদ্ধার হয় ওই নগদ ৩৫ লক্ষ টাকা৷ পুলিশ সূত্রে খবর, ওই লজে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন নেতা৷ তাঁদের কাছে থাকা একটি ব্যাগে ওই টাকা উদ্ধার হয়েছে৷ আর পাঁচ দিন পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট৷ তার আগে এই নগদ টাকা উদ্ধারের ঘটনার কথা আয়কর দফতরকে জানিয়েছে পুলিশ৷ অভিযুক্ত বিজেপি নেতা সমিত মন্ডল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাথে ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ তৃণমূলের৷