কৃতজ্ঞতা মমতার
নিজস্ব প্রতিনিধি— দেখতে দেখতে কেটে গেল তেরোটা বছর৷ ২০১১ সালের ২০ মে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে শপথ নেওয়ার পরে পায়ে হেঁটে ঢুকেছিলেন প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিংয়ে৷ পেছনে পথ হেঁটেছিল বাংলার অগণিত জনতা৷ তেরো বছর পরে আজও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার তেরো বছর আগের সেই দিনটিকেই স্মরণ করলেন মমতা৷ এক্স হ্যান্ডেলে সেদিনের স্মৃতিচারণ করে পোস্ট করলেন মমতা৷ রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি৷
মমতা তাঁর পোস্টে লেখেন, ‘তেরো বছর আগে এই দিনে আমি প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম৷ রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম৷’ তাঁর ওপর আস্থা রাখার জন্য এবং তাঁর দলকে সমর্থন জানানোর জন্য মা-মাটি-মানুষ’কেও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷